back to top
Home রাজনীতি তারেক-জোবাইদার গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই: কাদের

তারেক-জোবাইদার গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই: কাদের

0
তারেক-জোবাইদার গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ‘সবকিছুতে সরকারের দোষ খোঁজা আর দায় চাপানো বিএনপির চিরকালের অভাস ও সংস্কৃতি। দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় তারেক ও জুবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এটি একটি আইনি প্রক্রিয়া, সরকার হস্তক্ষেপ করেনি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অংশ হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করার একদিন পর বুধবার ঢাকার সেতু ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে সরকার বিরোধীদলকে দমন করার জন্য ‘মিথ্যা’ মামলাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং দেশে বিরাজনীতিকরণের ক্ষেত্র তৈরি করছে।

কাদের বলেন, এ ব্যাপারে দুদক স্বাধীন ভূমিকা পালন করায় ক্ষমতাসীন দলের অনেকের বিরুদ্ধে দুদক মামলাও করছে এবং কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে।

জিয়া পরিবার নিয়ে সরকার ‘নার্ভাস’ বলে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, জিয়া পরিবারের দুঃশাসন ও দুর্নীতির ইতিহাস সবার জানা।

তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট ও অপকর্মের দায়ে বিএনপির এক নেতা এখন নির্বাসিত। দেশে ফেরার সাহস তার নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না কিন্তু বিএনপি এই ধারার প্রবর্তক। ১৫ আগস্টের গণহত্যা ও গ্রেনেড হামলাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।