back to top
Home জাতীয় তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু: একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু: একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ

0
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু: একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের কবলে ব্যাপাক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার এটি পালন করা হবে।

বুধবার(৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন, বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এরপর অনেকগুলো শক্তিশালী আফটার শক পরবর্তীতে আরও  দুই দফা ভূমিকম্প হয়। এতে করে ধসে পড়ে দুই দেশের কয়েক হাজার ভবন। এসব ভবনের নিচে আটকা পড়েছেন অসংখ্য মানুষ। ধ্বংসস্তূপ সরানোর সঙ্গে সঙ্গে বাড়ছে লাশের সংখ্যা।

উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৭৪ জনের। আর সিরিয়ায় মারা গেছেন ২ হাজার ৬৬২ জন।

এদিকে তুরস্কে উদ্ধারকাজে সহয়তা ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত একটি দল আজ রাতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।