back to top
Home খেলাধুলা নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ: বাংলাদেশের দল ঘোষণা

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ: বাংলাদেশের দল ঘোষণা

0
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ: বাংলাদেশের দল ঘোষণা

নারী এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মহাদেশীয় এই আসরে নারীদের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

আগামী ১ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২-এ উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাকি ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তান, ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, শোভনা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, শানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলী আক্তার।

স্ট্যান্ড বাই খেলোয়ারা হলেন: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।