back to top
Home রাজনীতি নেত্রকোণায় নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সহিংসতায় গ্রেপ্তার নৌকার সমর্থক

নেত্রকোণায় নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সহিংসতায় গ্রেপ্তার নৌকার সমর্থক

0
নেত্রকোণায় নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সহিংসতায় গ্রেপ্তার নৌকার সমর্থক

মো.খোকন, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে নির্বাচনী সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে  পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম খোকন মিয়া(৪৫)। তিনি কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের ডুপি চান্দালি গ্রামের সুলতান মিয়ার ছেলে।

গতকাল বুধবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল হক। 

কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভুইয়া জানান, গ্রেপ্তার হওয়া খোকন মিয়া নৌকার কর্মী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘১৮ ডিসেম্বর রাত ৮ টার দিকে নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকরা মাসকা বাজারে স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর (ট্রাক প্রতীক) নির্বাচনি কার্যালয়ে দেশীয় অস্ত্র(রামদা-রডসহ)নিয়ে হামলা করে। এ ঘটনায় ১০-১২ জন আহত হন এবং কার্যালয়ে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

তিনি বলেন, ঘটনার পরদিন স্বতন্ত্র প্রার্থী পিন্টুর সমর্থক আপেল মাহমুদ বাদী হয়ে মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙালিকে প্রধান আসামি করে খোকন মিয়াসহ ১৯ জনের নাম উল্লেখসহ আরও ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

ওই মামলায় গ্রেপ্তার খোকন মিয়াকে আদালতে তোলার প্রস্তুতি চলছে এবং অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলমান বলে জানান তিনি।

এই ঘটনায় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভুইয়া বলেন, মারামারির ঘটনায় নৌকার কর্মী-সমর্থকেরাও আহত হয়েছে এবং আমরাও থানায় মামলা করেছি।