back to top
Home সারাদেশ মাংসের হাড় গলায় আটকে স্কুলছাত্রের মৃত্যু

মাংসের হাড় গলায় আটকে স্কুলছাত্রের মৃত্যু

0
মাংসের হাড় গলায় আটকে স্কুলছাত্রের মৃত্যু

কোরবানির ঈদের দিন রাতে মাংস খেতে বসে গলায় হাড় আটকে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাজবাড়ী পৌরসভার বিনোদপুর কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

সোমবার (১১ জুলাই) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন।

মারা যাওয়া স্কুলছাত্রের নাম আলিফ হোসেন (১৪)। তিনি পৌর শহরের কলেজপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। সে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।

ঘটনা সূত্রে জানা যায়, রবিবার (১০ জুলাই) রাতে কোরবানির মাংস খেতে গিয়ে হঠাৎই  আলিফের গলায় হাড় আটকে যায়। এ সময় বাড়িতে অনেক চেষ্টা করেও তা বের করা সম্ভব হয়নি। পরে তাকে রাতেই রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে আলিফ মারা যায়।

ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ঈদের দিন রাতে গরুর মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে আলিফের মৃত্যু হয়।