back to top
Home জাতীয় যে কারণে পুলিশের সব সদস্যকে ফুল হাতা শার্ট পরার নির্দেশ

যে কারণে পুলিশের সব সদস্যকে ফুল হাতা শার্ট পরার নির্দেশ

0
যে কারণে পুলিশের সব সদস্যকে ফুল হাতা শার্ট পরার নির্দেশ

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিনে দিনে আরও বাড়ছে। এ পরিস্থিতি বিবেচনায় রেখে পুলিশের সব সদস্যকে শীতকালীন ইউনিফর্ম (ফুল হাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) থেকে এ আদেশ কার্যকর করা হবে। পুলিশ সদর দপ্তর থেকে জারিকৃত এক নির্দেশনা এ বিষয়টি জানানো হয়৷

গত রবিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়ার স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করে এসময় (২০২৩ সালের ১৫ মার্চ) বর্ধিত করা প্রয়োজন সেক্ষেত্রে তারা পুলিশ সদর দপ্তরের অনুমোদন নিয়ে শীতকালীন ইউনিফর্ম পরার এসময় বাড়াতে পারবেন।