back to top
Home সারাদেশ রাত ১২টায় লাগা জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো

রাত ১২টায় লাগা জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো

0
রাত ১২টায় লাগা জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনো

কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরের বহিঃনোঙরে এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজ ‘সোফিয়া’তে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় ৩২ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে হতাহতের খবর নেই।

১২ অক্টোবর রাত পৌনে ১টার দিকে কুতুবদিয়া উপকূলে এ অগ্নিকাণ্ড ঘটে। নৌবাহিনী ও কোস্টগার্ড দ্রুত আগুন নিভাতে এবং ক্রুদের উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধার অভিযানে অংশ নেয় মেটাল শার্কসহ কয়েকটি অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল।

কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত না হলেও হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল, তবে এটি কোন দেশ থেকে এলপিজি নিয়ে আসছিল তা জানা যায়নি।

তিনি আরও জানান, রোববার সকালে আগুনের তীব্রতা কমানো সম্ভব হলেও তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জাহাজের ভেতরে এখনও আগুন জ্বলছে। উদ্ধার হওয়া ৩২ জন ক্রুকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে রাখা হয়েছে। তবে জাহাজে মোট কতজন ক্রু ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।