18 C
Dhaka
Monday, January 20, 2025

শিনজো আবে; আত্মনির্ভরশীল জাপানের রূপকার

- Advertisement -

‘নীতিগত সমস্যাগুলো আমি আমার হৃদয় ও আত্মা দিয়ে মোকাবেলা করতে চাই। পাতলা বরফের ওপর পায়ের আঙুলে ভর দিয়ে চলার মতো অনুভূতি দিয়ে। আমি যে মন নিয়ে শুরু করেছিলাম তা ভুলে যাব না।’

পাতলা বরফের উপর দিয়ে তার হাঁটার দিনগুলো এখন অতীত। কথা ছিল হাঁটবেন আরো বেশ কিছুদিন। কিন্তু আততায়ীর গুলিতে শেষ হলো সবই। আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক প্রচারণা চালানোর সময় নিহত হলেন শিনজো আবে। এর আগে নিজের স্বাস্থ্যের উপর আস্থা রাখতে পারেননি বলে ক্ষমতা ছেড়েছিলেন মেয়াদ শেষের আগেই।

জীবনের শেষ ভাষণে শিনজো আবে

২০০৬ থেকে ২০১২ পর্যন্ত যেখানে জাপানে ৭ জন প্রধানমন্ত্রী ছিলেন, সেখানে ২০১২ থেকে টানা ক্ষমতায় ছিলেন শিনজো আবে। জনপ্রিয়তায় ভাটা পড়লেও ২০১৭ সালের নির্বাচনেও আবার বিপুলসংখ্যক ভোটে জয় পেয়েছিলেন আবে। ২০১৯ সালের ১৯ নভেম্বর, জাপানের সাবেক প্রধানমন্ত্রী কাটসুরা টারোর (Katsua Taro) ২,৮৮৩ দিনের রেকর্ড ভেঙ্গে জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে নাম লেখান আবে।

যেভাবে ক্ষমতায় এসেছিলেন শিনজো আবে

শিনজো আবের রক্তেই ছিল রাজনীতির নেশা। ১৯৫৪ সালের ২১ সেপ্টেম্বর জন্ম নেয়া আবে বড় হয়েছেন রাজনৈতিক পরিবেশে। তার নানা ছিলেন জাপানের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নোবুসুকে কিশি। ২য় বিশ্বযুদ্ধে জাপানের অত্যন্ত সক্রিয় একজন নেতা ছিলেন। বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন ট্রায়ালে তিনি যুদ্ধাপরাধী হিসেবেও সাব্যস্ত হন কিশি। পরবর্তীতে তিনি জাপানের প্রধানমন্ত্রী হন। ১৯৫৭ থেকে ১৯৬০ পর্যন্ত টালমাটাল পরিস্থিতি সামলে জাপানকে নতুনভাবে জাগিয়ে তোলার কাজ করেন নোবুসুকে কিশি। এছাড়া তার চাচা সাটো এইসাকো (Sato Eisaku) জাপানের প্রধানমন্ত্রী ছিলেন ১৯৬৪ থেকে ১৯৭২ পর্যন্ত।

তুখোড় রাজনীতিবিদ নোবুসুকে কিশি নিজের জামাতা হিসেবে বেছে নেন আরেক উদীয়মান নেতা শিনতারো আবেকে। শিনতারো আবেও নিজের অঞ্চলে বেশ জনপ্রিয় মুখ ছিলেন। সক্রিয় ছিলেন কেন্দ্রীয় রাজনীতির সাথেও। ১৯৮২ থেকে ১৯৮৬ পর্যন্ত জাপানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিনজো আবের বাবা শিনতারো আবে।

শিনজো আবের পরিবার জাপানের রাজনীতির অন্যতম ধারক

১৯৭৭ সালে টোকিও সেইকেই বিশ্ববিদ্যালয় থেকে পলিটিকাল সায়েন্সে স্নাতক শেষ করে তরুণ শিনজো পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে পলিটিক্যাল সায়েন্সে পড়া শেষ করে দেশে ফেরেন ১৯৭৯ সালে। এরপর কোবে স্টিল লিমিটেডে চাকরির পাশাপাশি যোগ দেন রাজনীতিতে। ১৯৮২ সাল থেকে বাবা শিনতারো আবের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মেয়াদের পুরোটা সময়ে শিনজো আবে ছিলেন তার সেক্রেটারি হিসেবে।

১৯৯১ সালে শিনতারো আবের মৃত্যুর ২ বছর পরেই সক্রিয় রাজনীতির মঞ্চে পা রাখেন শিনজো আবে। ১৯৯৩ সালে জাপানের হাউজ অফ রিপ্রেজেনটেটিভে নিজ প্রদেশ ইয়ামাগুচির (Yamaguchi) প্রতিনিধি হন শিনজো আবে। নানা নোবুসুকে কিশির প্রতিষ্ঠা করা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর নেতা হিসেবেই সব সময় কাজ করেছেন শিনজো আবে। এলডিপি জাপানের ডানপন্থী রাজনীতির মূল ধারক ও বাহক। ১৯৯৫ সালের আগে পর্যন্ত এলডিপি ছিল জাপানের সবচেয়ে বেশিবার ক্ষমতায় থাকা রাজনৈতিক দল।

প্রধানমন্ত্রী এবং আবেনোমিকস

তুমুল অস্থিতিশীল পরিস্থিতির মাঝে ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শিনজো আবে। এর আগে ২০০৬ সালের ২৩ এপ্রিল নিজ রাজনৈতিক দল এলডিপির সভাপতির দায়িত্ব পান। একই বছর তৎকালীন প্রধানমন্ত্রী কিওজুমি পদত্যাগ করলে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। ৫২ বছরের আবে সেই সময় ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্ম নেওয়া জাপানের প্রথম প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।

ক্ষমতায় আসার পরেই জাপানের অর্থনীতিতে গতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আর এই লক্ষ্যে তিনি তিনটি মূল লক্ষ্যমাত্রা নিয়ে অদ্ভুত এক পদ্ধতি গ্রহণ করেন। সারাবিশ্বে যা ‘আবেনোমিকস’ বা আবে অর্থনীতি নামে পরিচিত হতে শুরু করে।

১৯৯০-এর দশক থেকেই জাপানের অর্থনীতিকে মন্দাভাব তাড়া করে আসছিল। শিনজো আবের প্রথম লক্ষ্য ছিল এই মন্দাভাব দূর করা। আর সেজন্য প্রণীত হয় নতুন আর্থিক নীতি। যার আলোকে প্রথমেই আবে কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব জাপান’ এর সঙ্গে একটি চুক্তি করেন। এই চুক্তির শর্ত অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি শিথিলের অভূতপূর্ব পদক্ষেপ নেয়। মুদ্রানীতি শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়েছিল সুদহার কমানোর মধ্য দিয়ে ব্যবসা কার্যক্রম ও ভোক্তাব্যয় দুই ক্ষেত্রেই নতুন গতি আনার জন্যে। এ পদক্ষেপের প্রধান লক্ষ্য ছিল দেশের মূল্যস্ফীতি ২ শতাংশে নিয়ে যাওয়া।

ব্যাংক অব জাপান ও শিনজো আবের যৌথ এই নীতির ফলে ইয়েনের মান দুর্বল হয়ে যায়। যার ফলাফল হিসেবে দেশটির রফতানিকারকদের অবস্থান শক্ত হয়। কিন্তু মূল লক্ষ্য তখনো অর্জিত হয়নি। অর্থাৎ, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নাগালের বাইরেই থেকে যায়। যদিও দ্রব্যমূল্য ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি একপর্যায়ে দেশটির অর্থনীতিও ঘুরে দাঁড়াতে শুরু করে।

আবেনোমিকস বা আবে অর্থনীতির দ্বিতীয় মূলনীতি ছিলো – ব্যাপক সরকারি ব্যয়। অর্থাৎ সরকার জিডিপি প্রবৃদ্ধির জন্য বদ্ধপরিকর ছিল। এ ব্যয়ের মধ্য দিয়ে দেশটির অবকাঠামোগত পুনর্গঠনে পদক্ষেপ নেয়া হয়। ২০১৩ সাল থেকে দেশব্যাপী অবকাঠামোর আধুনিকায়নে কোটি কোটি ডলার খরচ করেন শিনজো আবে। এর মধ্যে কিছু অবকাঠামো নির্মাণে হাত দেয়া হয় শুধুমাত্র ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমস সামনে রেখে।

আবে সরকারের অতিরিক্ত ব্যয় রাজস্ব বৃদ্ধির পাশাপাশি দেশজুড়ে ব্যবসা বিনিয়োগ বৃদ্ধি করে। আর্থিক ও রিয়েল এস্টেট বাজারে উর্ধ্বমুখী এক প্রবণতা দেখা যায়, যা কয়েক বছরের জন্য দেশটির প্রবৃদ্ধি উন্নয়নে বেশ ভাল দিক ছিল। কিন্তু তাতেও পুরো সফলতা পায়নি জাপানের জাতীয় অর্থনীতি। ২০১৪-১৫ সালের মধ্যে দেশটির জিডিপি আরো একবার সংকুচিত হয়।

এতকিছুর পরেও জাপানে ভোক্তাব্যয় বরাবরই নিম্মুমুখী। পরিসংখ্যান বলছে, শতকরা হিসেবে পৃথিবীতে সবচেয়ে বেশি বয়স্ক জনসংখ্যা আছে জাপানে। আর এই বয়স্কদের মধ্যে খরচের থেকে বেশি দেখা যাচ্ছে সঞ্চয়ের প্রবণতা, যার চূড়ান্ত পরিণতি হলো নিম্নমুখী ভোক্তাব্যয়। ২০১৪ ও ২০১৯ সালে ভোক্তা কর বৃদ্ধির কারণে এ ব্যয় আরো কমে যায়।

ভোক্তা কর বৃদ্ধির বিষয়ে দুবারই অর্থনীতিবিদরা সতর্ক করেছিলেন প্রশাসনকে। তাদের সবারই মত ছিল, এ কর বৃদ্ধি দেশের অর্থনীতিকে উল্টো পথে চালিত করবে। যদিও শিনজো আবে তার নীতিতে কোন পরিবর্তন আনেননি।

আবেনোমিকস এর তৃতীয় ও শেষ লক্ষ্য ছিল, অবকাঠামোগত সংস্কার। এক্ষেত্রে অন্যতম প্রধান লক্ষ্য ছিল জাপানের শ্রমবাজার। যুদ্ধ-পরবর্তী মডেল অনুযায়ী জাপানের শ্রমিকরা দেশটির কোনো বৃহৎ কোম্পানিতে আজীবন কর্মসংস্থান ও সুযোগ-সুবিধা পেতে পারতেন। কিন্তু এর বিপরীতে সরকার অধিকতর নমনীয় মডেল প্রচারে যে উদ্যোগ নেয়, তা প্রয়োজনীয় মাত্রায় গতিশীল ছিল না।

আত্মনির্ভরশীল জাপানের রূপকার

শিনজো আবে অর্থনৈতিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও আত্মনির্ভরশীল জাপানের রূপকার হিসেবে নিজেকে দাবি করতেই পারেন। আবের প্রশাসনই ২য় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মত চীন, উত্তর কোরিয়ার মুখোমুখি দাঁড়াতে সাহায্য করেছে দেশকে। আবের পুরো সরকার ব্যবস্থাই উত্তর কোরিয়ার বিপক্ষে বেশ সক্রিয় ছিল। আবার বিভিন্ন সময় চীনের অর্থনৈতিক নীতি ও সামরিক নীতিরও কঠোর সমালোচনা করেছেন তিনি।

যদিও সবচেয়ে বড় যে কারণে আবেকে দীর্ঘদিন মনে রাখবে জাপানের জনগণ, সেটা সংবিধান সংস্কার। ১৯৪৭ সালে, বিশ্বযুদ্ধে পরাজয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে করা প্যাসিফিক সংবিধান বদলে ফেলতে শিনজো আবের তৎপরতা ছিল চোখে পড়ার মতোই। বিশেষ করে সংবিধানের নবম অনুচ্ছেদ সংস্কার করে আবে জাপানের সামরিক বাহিনীকে দেশের স্বার্থে মিত্রদের সাথে অন্যদেশে আক্রমণ এবং প্রতিরক্ষার স্বাধীনতা দিয়েছেন। এ ব্যাপারে বেইজিং এবং সিউল ব্যাপক আপত্তি জানালেও নিজের উপর অটল ছিলেন শিনজো আবে। আর এই কারণেই হয়ত মৃত্যুর পর কোটি জাপানিদের আক্ষেপ শিনজো আবেকে ঘিরে।

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
ভারতের রক্তচক্ষু। বিএনপির নির্বাচনী তাড়াহুড়ো। সরকারের সংস্কার। জনগণ কোনদিকে?
01:02:50
Video thumbnail
বলিউড তারকা সাইফ আলি খানের উপর হা *ম লা: বাংলাদেশি নাগরিক অভিযুক্ত, গ্রেফতার করল মুম্বাই পুলিশ!
02:51
Video thumbnail
বাংলাদেশ-ভারত সীমান্তে উ *ত্তে জনা: ভারতীয় গণমাধ্যমের বি *দ্বে *ষমূলক প্রচারণা!
04:04
Video thumbnail
গাজার রাস্তায় রাস্তায় আনন্দের জোয়ার: আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতী শুরু হওয়াই সেজদাবনত শোকরিয়া!
01:02
Video thumbnail
আলোচনা-সমালোচনার মধ্যেও সোহানা সাবার নতুন যাত্রা: জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে অভিষেক!
02:24
Video thumbnail
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ! চেক ডিজঅনার মামলায় সাকিব সহ চারজন।
01:58
Video thumbnail
মেঘমল্লার বসুর “লাল স *ন্ত্রা*স” বা রেড টে *র র! জেনে নিন আদ্যপান্ত
03:32
Video thumbnail
নারী সেজে জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের ছাত্রী হলে বহিরাগত
01:29
Video thumbnail
খাগড়াছড়িতে সেলিম ঠিকাদারের ভূমিদস্যুতা ও অত্যাচারের পর্দা ফাঁস! ২য় পর্ব।
08:32
Video thumbnail
সীমানায় ঢুকে ভারতীয়দের উদ্ধতপূর্ণ আচরণ। দেশ বিদেশে হাসিনার পরিবারের পতন।
01:06:45

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe