back to top
Home খেলাধুলা সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ৫০ লাখ টাকা দেবে বিসিবি

সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ৫০ লাখ টাকা দেবে বিসিবি

0
সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ৫০ লাখ টাকা দেবে বিসিবি

ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য প্রথম বড় অঙ্কের  পুরস্কার ঘোষণা করল বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে চ্যাম্পিয়ন দলকে তারা ৫০ লাখ টাকা দেবে।

সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নারী ফুটবলারদের জন্য এই টাকা বরাদ্দ করেছেন।

বিবৃতিতে নাজমুল জানান, সাবিনা খাতুনের দল সারাদেশের মানুষকে গর্বিত করায় তাদেরকে ক্রিকেট বোর্ড উৎসাহ দিতে চায়, ‘নারী ফুটবল দল পুরো জাতীকে গর্বিত করেছে। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ঐতিহাসিক অর্জন শিরোপা অর্জন করেছে। তাদের উৎসাহ দিতে চায় বিসবি। এই কারণে তাদেরকে আমরা ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছি।’

‘সাফের এই শিরোপা জয় বাংলাদেশের নারীদের খেলাধুলোয় দারুণ উৎসাহ দেবে। সারাদেশের মেয়েরা আরও উৎসাহ পাবে। আরও বড় আন্তর্জাতিক সাফল্য আসবে।’

বিসিবির বিবৃতিতে পাপন বলেছেন, ‘মাঠে অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি নিশ্চিত সাফ চ্যাম্পিয়নশিপের এই সাফল্য দেশের সকল ক্রীড়াবিদ ও বিশেষ করে নারীদের অনেক অনুপ্রেরণা দেবে। যার যার ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক সাফল্য আনার পেছনে এটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

উল্লেখ্য, দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চ্যাম্পিয়ন দল। পরে বিমানবন্দর থেকে বের হয়ে ছাদখোলা বাসে শহর ঘুরে বাফুফে ভবনে যাবেন তারা।