back to top
Home খেলাধুলা সালাউদ্দিনের লক্ষ্য এবার এশিয়া; প্রয়োজনে বিদেশি কোচ

সালাউদ্দিনের লক্ষ্য এবার এশিয়া; প্রয়োজনে বিদেশি কোচ

0
সালাউদ্দিনের লক্ষ্য এবার এশিয়া; প্রয়োজনে বিদেশি কোচ

নারী ফুটবল দল নিয়ে রীতিমতো উল্লাসে মেতেছে পুরো দেশ। প্রথমবারের মতো ছাদ খোলা বাসে সংবর্ধনা, ঢাকার রাস্তায় ব্যাপক জনসমাগম আর অভিনন্দনের পাশাপাশি আছে পুরস্কারের ছড়াছড়ি। ২০০৩ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে সেরার তালিকায় বাংলাদেশের নাম।

গত সোমবার গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের শিরোপা জয় করেছে। আর সাফজয়ী দলের প্রত্যাবর্তনের দিনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানালেন, এবার তার লক্ষ্য এশিয়া জয় করার। সে জন্য দলে বিদেশী কোচ আনার ইঙ্গিত দিলেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কাজী সালাউদ্দিন বলেন, সামনে এশিয়ান অঞ্চলের অনেক খেলা আছে। তার জন্য যা টাকা লাগবে, সেটা আমরা ব্যবস্থা করে ফেলব। পরবর্তী পর্যায়ে যেতে হলে ওদের আরও পরিশ্রম করতে হবে। যে অনুশীলন করত তারচেয়ে কমপক্ষে ৬০ শতাংশ বেশি পরিশ্রম করতে হবে। এখন আমাদের লক্ষ্য থাকবে আসিয়ান দেশগুলোকে ধরা। নইলে আমরা পিছিয়ে যাব।

তিনি বলেন, মেয়েদের ফুটবলে এশিয়া জয় করতে প্রয়োজনে আমরা বিদেশ থেকে কোচ নিয়ে আসব। কোচিং প্যানেলে পরিবর্তন আনা হলেও গোলাম রব্বানী ছোটনকে দলের সঙ্গে রাখা হবে।