back to top
Home জাতীয় সীমান্ত এলাকায় চামড়া পাচার রোধে পদক্ষেপ নেয়া হয়েছে: শিল্প সচিব

সীমান্ত এলাকায় চামড়া পাচার রোধে পদক্ষেপ নেয়া হয়েছে: শিল্প সচিব

0
সীমান্ত এলাকায় চামড়া পাচার রোধে পদক্ষেপ নেয়া হয়েছে: শিল্প সচিব

দেশের সীমান্তবর্তী এলাকায় কাঁচা চামড়া পাচার রোধে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

বুধবার বিসিকের ট্যানারি শিল্প এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যেই সরকার রাজধানীর বাইরে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে এবং কাঁচা চামড়া পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করেছে।’

সচিব জানান, এ বছর ঈদুল আজহায় সারাদেশে ৯৭ থেকে ৯৮ লাখ পশু কোরবানি হতে পারে।

তিনি জানান, ইতোমধ্যে ১ দশমিক ২১ কোটি কাঁচা চামড়া প্রস্তুত করা হয়েছে এবং একই পরিমাণ সাভারের সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রক্রিয়াজাত করা হবে।

জাকিয়া সুলতানা জানান, মন্ত্রণালয় ধলেশ্বরী নদী ও এর ট্যানারি শিল্প এলাকা সংলগ্ন এলাকাকে দূষণমুক্ত রাখতেও পদক্ষেপ নিয়েছে।