back to top
Home সারাদেশ ১৯৫৩ সালের মর্টারশেল পাওয়া গেল নেত্রকোণায়, অপেক্ষায় নিস্ক্রিয়করণের

১৯৫৩ সালের মর্টারশেল পাওয়া গেল নেত্রকোণায়, অপেক্ষায় নিস্ক্রিয়করণের

0
১৯৫৩ সালের মর্টারশেল পাওয়া গেল নেত্রকোণায়, অপেক্ষায় নিস্ক্রিয়করণের

মো.খোকন, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে পাওয়া গেল ১৯৫৩ সালে তৈরি অবিস্ফোরিত মর্টারসেল।

আজ (২৩ অক্টোবর) নিস্ক্রিয় করার অনুমতি পেয়েছেন দূর্গাপুর থানা পুলিশ, নিস্ক্রিয় বিশেষজ্ঞ দল আসলেই শুরু হবে নিস্ক্রিয়করণ কাজ।

পুকুর খননের সময় শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়ায় ভেকু দিয়ে পুকুর খনন করছিলেন জৈনেক নাজিম উদ্দীন।  খননের সময় একপর্যায়ে ভেকুর চালক মর্টারশেলটির সন্ধান পান।

উপস্থিত জনতা পুলিশে খবর দিলে পুলিশ মর্টার শেলটি উদ্ধার।

পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে মর্টারসেলটিকে সন্ধ্যার দিকে একই ইউনিয়নে ঘটনাস্থলের নিকটে দেবতৈল খেলার মাঠে রাখা হয়েছে। বর্তমানে পুলিশ প্রহরায় অবিস্ফোরিত মর্টার শেলটি জনসমাগম থেকে দূরত্ব বজায় রাখা হয়েছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হান্নান জানান, দুপুরের দিকে নাজিম উদ্দিনের পুকুরে মাটি কাটার সময় নওয়াব আলীর ছেলে ভেকু চালক আজিজুল হক মর্টার শেলটির সন্ধান পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শেলটি উদ্ধার করি। মর্টার শেলটি অবিস্ফোরিত হওয়ায় জন নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার দিকে দেবতৈল খেলার মাঠে রাখা হয়েছে। মর্টার শেলটির ছবি জুম করে এর গাঁয়ে ১৯৫৩ সালের ছাপ পাওয়া গেছে।

তিনি আরও বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে দূর্গাপুর উপজেলা ইউএনও মো. রাজিব-উল আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নেত্রকোণায় মিটিং এ ব্যবস্থা থাকায় দূর্গাপুর থানার অফিসার্স ইনচার্জের সঙ্গে কথা বলতে বলেন।

দূর্গাপুর থানার অফিসার্স ইনচার্জ মো. শিবিরুল ইসলাম আজ (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে আমাদের ফেস দ্যা পিপলকে জানান, এইমাত্র সেলটি বিস্ফোরণ করার অনুমতি পেয়েছেন। ঘাটাইল থেকে বিস্ফোরক অভিজ্ঞ দল আসছেন। তারা আসলেই মর্টারশেলটি নিস্ক্রিয় করা হবে।