back to top
Home রাজনীতি ৬ জাপা নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

৬ জাপা নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

0
৬ জাপা নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে এখনো বহিষ্কারাদেশের আওতাধীন রয়েছেন জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা জিয়াউল হক মৃধা। 

বুধবার(৮ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ইতিপূর্বে দলের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যেসব নেতৃবৃন্দ সংগঠন থেকে বহিষ্কার হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন– লুৎফর রেজা খোকন (কুমিল্লা), মুফতি নুরুল আমিন (যশোর), মোক্তার হোসেন (সিরাজগঞ্জ), আলমগীর কবির মজুমদার (কুমিল্লা), হিলটন প্রামাণিক (সিরাজগঞ্জ) ও আব্দুল জলিল (সিরাজগঞ্জ)।