back to top
Home জাতীয় আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

0
আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রক্তঝরা একুশের চিরস্মরণীয় দিন আজ।
বাঙালি জাতির মন ও মননে অনন্য মহিমায় ভাস্বর এই দিনটি। মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর গৌরবময় দিনটি  একইসাথে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের।

একটি ভাষা যাদের ত্যাগে বিশ্ব আসনে পেয়েছে গৌরবের সুউচ্চ স্থান, একুশের প্রথম প্রহর থেকে জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে মহান ভাষা শহীদদের। সকালে প্রভাত ফেরির মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের।

একুশের প্রথম প্রহরে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বেতার ও টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।  

মায়ের ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২-এ জীবন দিয়েছিলেন সালাম, বরকত, জব্বার, রফিক, শফিউল্লাহ সহ নাম না জানা অনেকে। তাদের রক্তের বিনিময়েই আজকে মুখে মুখে বাংলা ভাষা। বাংলায় রচিত হচ্ছে হাজারো গান, কবিতা, নাটক, উপন্যাস আর অজস্র কথামালা।

এর আগে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জন বিশিষ্ট নাগরিকের হাতে একুশে পদক তুলে দিয়েছেন।