চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন থেকে চারজন।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, খৈয়াছড়া ঝর্ণা দেখে মাইক্রোবাসে করে ফিরছিলেন কয়েকজন। মীরসরাই উপজেলায় আসার পর ট্রেনলাইন পার হতে গেলে একটি ট্রেন মাইক্রোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। আহত হন কয়েকজন। তারাও মাইক্রোবাসের যাত্রী।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবরটি শুনে আমি ঘটনাস্থলে রওনা হচ্ছি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।