15 C
Dhaka
Monday, January 20, 2025

ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

- Advertisement -

চট্টগ্রাম কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলাউদ্দিনকে শিক্ষার্থী যৌন নির্যাতনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) শিক্ষার্থীদের সকাল থেকে টানা আন্দোলনের মুখে  সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুরুল মোস্তফা টিনু অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার ঘোষণা দেন।

ওয়ার্ড কাউন্সিলর নুরুল গণমাধ্যমকে বলেন, ছাত্রীদের দাবি, স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন কয়েকজন শিক্ষার্থীকে নানাভাবে যৌন নির্যাতন করে আসছিল। এর প্রতিবাদে সকাল থেকে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা। আমি স্কুলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি।

তিনি আরও বলেন,পাশাপাশি সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তার সঙ্গেও কথা বলেছি এ ঘটনায় সিটি করপোরেশন থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত প্রধান শিক্ষককে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা।

কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার সকাল ৯টা থেকে যৌন নির্যাতনের অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ করে।একপর্যায়ে তাদের সঙ্গে যুক্ত হন অভিভাবকরাও।

বিক্ষোভ শুরুর পর প্রধান শিক্ষক আলাউদ্দিনকে তার অফিস কক্ষে গিয়ে জুতা নিক্ষেপ করে শিক্ষার্থীরা। ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, প্রধান শিক্ষক আলাউদ্দিন একজন লম্পট, চরিত্রহীন ব্যক্তি। তার দ্বারা অনেক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি ছাত্রীদের সঙ্গে কোনও ধরনের খারাপ আচরণ কিংবা কোনও অশোভন কাজে জড়িত নই। আমার বিরুদ্ধে কয়েকজন শিক্ষক ষড়যন্ত্র করছেন। তারা ছাত্রীদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন।

ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, প্রধান শিক্ষক আলাউদ্দিন দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনে জড়িত। অনেককে হোয়ার্টসপে কু-প্রস্তাব দিয়ে এসএমএস পাঠিয়েছে। তার দ্বারা অসংখ্য ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে। কোনও ছাত্রী তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়াসহ নানা হুমকি দিতো।

এ শিক্ষার্থী জানান, এ কারণে তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করিনি। দিন দিন আলাউদ্দিনের বেপরোয়া হয়ে উঠেছে। তাই আমরা বাধ্য হয়ে তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছি।

নগরের পাঁচলাইশ শুলকবহর এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। ২০০৪ সালে পুলিশ লাইন স্কুলে সহকারী শিক্ষক হিসেবে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আগেও ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।

এই বাসিন্দা বলেন, ২০১৩ সালে প্রাক্তন এক ছাত্রী প্রত্যয়নপত্র নিতে স্কুলে এলে ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে সে। এ ঘটনা জানাজানি হলে স্কুলজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।পরে এ ঘটনায় প্রধান শিক্ষক আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। কিছুদিন পর সে আবারও স্কুলে যোগদান করে। এখন আবারও তার বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে।

প্রধান শিক্ষক আলাউদ্দিনকে বরখাস্তের ঘোষণা আসার পর আন্দোলনরত ছাত্রীদের  উল্লাস করতে দেখা যায়৷

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
বিএনপি নিয়ে অভিযোগের জবাবে এবার বিএনপির পক্ষে যে চ্যলেঞ্জ ছুঁড়লেন এডঃ ফজলুর রহমান
08:41
Video thumbnail
ইউনুস সাহেব কিছুই করতে পারছেন না! নির্বাচনের কথা শুনলেই মুখ কালো হয়ে যায়! : এডঃ ফজলুর রহমান
16:37
Video thumbnail
ভারতের রক্তচক্ষু। বিএনপির নির্বাচনী তাড়াহুড়ো। সরকারের সংস্কার। জনগণ কোনদিকে?
01:02:50
Video thumbnail
বলিউড তারকা সাইফ আলি খানের উপর হা *ম লা: বাংলাদেশি নাগরিক অভিযুক্ত, গ্রেফতার করল মুম্বাই পুলিশ!
02:51
Video thumbnail
বাংলাদেশ-ভারত সীমান্তে উ *ত্তে জনা: ভারতীয় গণমাধ্যমের বি *দ্বে *ষমূলক প্রচারণা!
04:04
Video thumbnail
গাজার রাস্তায় রাস্তায় আনন্দের জোয়ার: আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতী শুরু হওয়াই সেজদাবনত শোকরিয়া!
01:02
Video thumbnail
আলোচনা-সমালোচনার মধ্যেও সোহানা সাবার নতুন যাত্রা: জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে অভিষেক!
02:24
Video thumbnail
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ! চেক ডিজঅনার মামলায় সাকিব সহ চারজন।
01:58
Video thumbnail
মেঘমল্লার বসুর “লাল স *ন্ত্রা*স” বা রেড টে *র র! জেনে নিন আদ্যপান্ত
03:32
Video thumbnail
নারী সেজে জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের ছাত্রী হলে বহিরাগত
01:29

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe