back to top
Home খেলাধুলা টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0
টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ব্রিসবেনে সোমবার আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।

মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ১৯ অক্টোবর একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

এই দুই ম্যাচে বাংলাদেশ তাদের চূড়ান্ত স্কোয়াড পরীক্ষা-নিরীক্ষা করবে।

বিশ্বকাপের আগে বাংলাদেশ নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল। সেখানে তারা স্বাগতিক দল ও পাকিস্তানের বিপক্ষে চারটি ম্যাচ হেরেছে। ত্রিদেশীয় সিরিজের আগে এশিয়া কাপেও ভালো করতে পারেনি বাংলাদেশ।

টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার কারণে বিশ্বকাপে বাংলাদেশ দলের কাছে তেমন কিছু আশা করছেন না ক্রিকেট ভক্তরা।

বাংলাদেশের একাদশ:

সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও শরিফুল ইসলাম।