back to top
Home খেলাধুলা টি-২০ বিশ্বকাপ ২০২২: বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারল ইংল্যান্ড

টি-২০ বিশ্বকাপ ২০২২: বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারল ইংল্যান্ড

0
টি-২০ বিশ্বকাপ ২০২২: বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারল ইংল্যান্ড

বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরেছে ইংল্যান্ড।

আয়ারল্যান্ডের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১০৫ রান করে ইংল্যান্ড। এরপর বৃষ্টি নামায় ডিএল নিয়মে ইংল্যান্ডের তখন প্রয়োজন ছিল ১১০ রান। ফলে ম্যাচটি ইংল্যান্ড পাঁচ রানে হেরে যায়।

এর আগে মেলবোর্নে টস হেরে প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৭ রান করে আইরিশরা। দলের পক্ষে আধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি  ৪৭ বলে সর্বোচ্চ ৬২ রান করেন।

ইংল্যান্ডের মার্ক উড লিয়াম ও লিভিংস্টোন তিনটি করে এবং স্যাম কারেন দুটি উইকেট শিকার করেন।

জবাবে ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো রান না করেই আউট হন অধিনায়ক জস বাটলার। ডেভিড মালান করেন ৩৫ রান। এছাড়া মঈন আলী ২০ রানে অপরাজিত ছিলেন।

আইরিশদের জশুয়া লিটল দুটি উইকেট নিয়েছেন।

সুপার টুয়েলভে আগের ম্যাচে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা করেছিল ইংল্যান্ড। অপরদিকে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে সুপার টুয়েলভ মিশন শুরু করে আইরিশরা।