back to top
Home জাতীয় দেশের সব ডিসি-এসপিদের নিয়ে বৈঠক ডেকেছে ইসি

দেশের সব ডিসি-এসপিদের নিয়ে বৈঠক ডেকেছে ইসি

0
দেশের সব ডিসি-এসপিদের নিয়ে বৈঠক ডেকেছে ইসি

দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আগামী ৮ অক্টোবর সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।

রবিবার(২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো.আতিয়ার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৮ অক্টোবরের সভায় দেশের সব ডিসি-এসপিসহ সংশ্লিষ্টদের ‍উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করবেন। 

সূত্রে জানা যায়, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই সভা ডাকা হয়েছে। তবে চলমান অন্যান্য নির্বাচন নিয়েও এ সভায় আলোচনা হবে।