back to top
Home বিনোদন নোরা ফাতেহির ঢাকায় আসা স্থগিতের পেছনে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বাধা

নোরা ফাতেহির ঢাকায় আসা স্থগিতের পেছনে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বাধা

0
নোরা ফাতেহির ঢাকায় আসা স্থগিতের পেছনে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বাধা

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফতেহি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় আসার কথা ছিল। একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতেই তিনি আসতেন ঢাকা সফরে। তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত তিনি আসছেন না বলে জানিয়েছেন আয়োজকরা। 

এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট শাহজাহান ভূঁইয়া একটি গণমাধ্যমকে জানান, ডলার–সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীদের আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে তিনি আসবেন।

সাকি সাকি, দিলবার, খুসু খুসু গানে নেচে ঝড় তুলেছিলেন বলিউডের এই নৃত্যশিল্পী। আইটেম গানের শিল্পী হিসেবে খ্যাত নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে বাহুবলী: দ্য বিগিনিং, কিক টু, শের, লোফার, সত্যমেভ জয়তে, স্ত্রী, ভারত, বাটলা হাউস।

নোরা শুধু হিন্দিই নয় সমানতালে দক্ষিণি ছবিতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

বড় পর্দার বাইরে ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও তুমুল জনপ্রিয় এই নৃত্যশিল্পী।  বিগ বস ৯, ঝলক দিখলা যা, কমেডি নাইটস, এমটিভি ট্রল পুলিশসহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স অনন্য।

মরক্কোর রক্ষণশীল এক পরিবারের সন্তান নোরা পরিবার থেকে নাচ শেখার অনুমতি পাননি। নোরার জন্মের আগেই কানাডা চলে গিয়েছিল তাঁর পরিবার। নোরা জন্মসূত্রে কানাডীয় আর পৈতৃক সূত্রে মরক্কান। নাচ শেখার অনুমতি না পেলেও শেষমেশ জেদের জয় হয়েছিল। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতে শুরু করেন নোরা। সেই সময়ই নোরার হৃদয়ে জায়গা করে নিল ‘বলিউডি নাচ’।