back to top
Home জাতীয় পাটের উৎপাদন বাড়াতে ৪ লাখ চাষিকে ৮ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার

পাটের উৎপাদন বাড়াতে ৪ লাখ চাষিকে ৮ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার

0
পাটের উৎপাদন বাড়াতে ৪ লাখ চাষিকে ৮ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার

সারাদেশে পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা হিসেবে আট কোটি ১০ লাখ টাকা দেয়া শুরু করেছে সরকার।

বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচির আওতায় মোট চার লাখ কৃষক বীজ পাবেন।

এতে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাট বীজ বিনামূল্যে পাচ্ছেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।