back to top
Home আন্তর্জাতিক যুক্তরাজ্যে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, টিকটককে গুনতে হতে পারে বড় জরিমানা

যুক্তরাজ্যে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, টিকটককে গুনতে হতে পারে বড় জরিমানা

0
যুক্তরাজ্যে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, টিকটককে গুনতে হতে পারে বড় জরিমানা

যুক্তরাজ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করার সময় শিশুদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাজ্যের ডেটা সুরক্ষা আইনের সম্ভাব্য লঙ্ঘনের জন্য কোম্পানিটি দুই কোটি ৭০ লাখ পাউন্ড জরিমানার সম্মুখীন হতে পারে।

যুক্তরাজ্যের তথ্য কমিশনারের কার্যালয় সোমবার জানিয়েছে, কোম্পানিটির  জন্য এক আইনি নথি জারি করা হয়েছে যেখানে সম্ভাব্য জরিমানার কথা উল্লেখ আছে।

নথিতে আরও বলা আছে, ১৩ বছরের কম বয়সীদের টিকটক ব্যবহারের ক্ষেত্রে কোম্পানিটি যথাসম্ভব এর ব্যবহারকারীদের মা-বাবার অনুমতি না নিয়েই তথ্যের প্রক্রিয়াকরণ করেছে। কোনো আইনি ভিত্তি ছাড়াই তারা বিশেষ বিভাগের ডেটার প্রক্রিয়াকরণ করেছে।

কমিশনার বলেন, বিশেষ বিভাগের ডেটার মধ্যে জাতি ও বর্ণগত উৎস, রাজনৈতিক মতামত, ধর্মীয় বিশ্বাস এবং যৌন অভিমুখিতা অন্তর্ভুক্ত রয়েছে।

টিকটক এর ব্যবহারকারীদের স্বচ্ছ, সহজে বোধগম্য তথ্য প্রদান করতে ব্যর্থ হয়েছে। আইনি নথিটি ২০১৮ সালের মে থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত সময় পর্যবেক্ষণ করেছে।

তথ্য কমিশনার বলেন, মনে হয়েছে যে টিকটক যথাযথ তথ্য গোপনীয়তায় সুরক্ষা দিতে গড়িমসি করেছে।

সংস্থাটি বলেছে যে এর ফলাফলগুলো চূড়ান্ত নয় এবং এটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে টিকটকের পক্ষ থেকে যে কোনো দাখিল বিবেচনা করবে।