21 C
Dhaka
Sunday, January 19, 2025

রংপুর মেডিকেলের পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ,২৪ ঘন্টার আল্টিমেটাম

- Advertisement -

রংপুর মেডিক্যাল কলেজ(রমেক) হাসপাতালের পরিচালক ডা.শরীফুল হাসানকে অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাসপাতালে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীরা এবং ইন্টার্ন চিকিৎসকেরা। এ দাবিতে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পরিচালকের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে আন্দোলনকারী পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ শেষে হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগে স্মারকলিপি প্রদান করেন।

সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতাল চত্বরে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও কর্মচারী সমিতি। এ সময় পরিচালকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী চলে বিক্ষোভ মিছিল।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি রাকিবুল হাসান তারেক, সাধারণ সম্পাদক কিশোর হাসান ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি শাহীন ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. কিশোর হাসান বলেন, রংপুর বিভাগের মানুষকে ২৬৬ জন ইন্টার্ন চিকিৎসক পর্যায়ক্রমে ২৪ ঘণ্টায় সেবা দিয়ে আসছেন। অথচ ইন্টার্ন চিকিৎসকদের কোনো সুযোগ-সুবিধা নেই। পরিচয়পত্র নেই। ইন্টার্ন চিকিৎসকদের জন্য বরাদ্দ করা হোস্টেলে থাকার জন্য বেড, বিছানা ও পানির ব্যবস্থা নেই। এ বিষয়ে অনেকবার পরিচালককে বলা হলেও তিনি কোনো সুরাহা করেননি। আমরা এর দ্রুত সমাধান চাই।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি শাহীন ইসলাম বলেন, পরিচালক দায়িত্বে আসার পর থেকেই নানা অজুহাতে কর্মচারীদের ওপর অত্যাচার চালিয়ে আসছেন। সেই সঙ্গে লাগামহীন দুর্নীতি করছেন। আমরা তাকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে অপসারণ না হলে বৃহত্তর আন্দোলনে যাব।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, আন্দোলনকারীরা স্মারকলিপি দিয়েছেন। আমরা অভিযোগের বিষয়গুলো দেখছি।

এ বিষয়ে অভিযুক্ত পরিচালক ডা.শরীফুল হাসান বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়ম তান্ত্রিকভাবে জনবল সরবরাহের দরপত্র বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করে স্বচ্ছ প্রক্রিয়ায় জনবল নেওয়ার পদ্ধতি গ্রহণের কারণে একটি মহল আমার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির কর্মচারীদের লেলিয়ে দিয়ে চিকিৎসার পরিবেশ অশান্ত করার চক্রান্ত করছে। আন্দোলনকারী অনেক নেতা চাকরি থেকে সাসপেন্ড রয়েছে।

তিনি বলেন, কর্মচারীদের দাবি, ৩২ বছর ধরে যেভাবে হাসপাতালে জনবল নেওয়া হয়েছিলো সেভাবেই নিতে হবে।সুনির্দিষ্টভাবে আমার বিরুদ্ধে বলার কিছু কেউ পাবে না। কেন না আমি মাত্র চার মাস হলো এখানে যোগদান করেছি। আমি হাসপাতালের দরপত্র আহ্বান করেছি। যা নিয়মতান্ত্রিকভাবেই করা হয়েছে। এ বিষয়ে কর্মচারীদের সঙ্গে কথা বলিনি বলেই হয়তো তারা অসন্তুষ্ট। এ জন্যই আমার বিরুদ্ধে বিক্ষোভ করছেন।

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
বলিউড তারকা সাইফ আলি খানের উপর হা *ম লা: বাংলাদেশি নাগরিক অভিযুক্ত, গ্রেফতার করল মুম্বাই পুলিশ!
02:51
Video thumbnail
বাংলাদেশ-ভারত সীমান্তে উ *ত্তে জনা: ভারতীয় গণমাধ্যমের বি *দ্বে *ষমূলক প্রচারণা!
04:04
Video thumbnail
গাজার রাস্তায় রাস্তায় আনন্দের জোয়ার: আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতী শুরু হওয়াই সেজদাবনত শোকরিয়া!
01:02
Video thumbnail
আলোচনা-সমালোচনার মধ্যেও সোহানা সাবার নতুন যাত্রা: জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে অভিষেক!
02:24
Video thumbnail
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ! চেক ডিজঅনার মামলায় সাকিব সহ চারজন।
01:58
Video thumbnail
মেঘমল্লার বসুর “লাল স *ন্ত্রা*স” বা রেড টে *র র! জেনে নিন আদ্যপান্ত
03:32
Video thumbnail
নারী সেজে জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের ছাত্রী হলে বহিরাগত
01:29
Video thumbnail
খাগড়াছড়িতে সেলিম ঠিকাদারের ভূমিদস্যুতা ও অত্যাচারের পর্দা ফাঁস! ২য় পর্ব।
08:32
Video thumbnail
সীমানায় ঢুকে ভারতীয়দের উদ্ধতপূর্ণ আচরণ। দেশ বিদেশে হাসিনার পরিবারের পতন।
01:06:45
Video thumbnail
নতুন কর-ভ্যাট জনগণের ভোগান্তি আরও বাড়াবে: মির্জা ফখরুল
03:51

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe