back to top
Home আন্তর্জাতিক লিজ ট্রাসই হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

লিজ ট্রাসই হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

0
লিজ ট্রাসই হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

বরিস জনসনের পর্ব শেষে কে হবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী তা নিয়ে নানা জল্পনাকল্পনার পর নাম ঘোষণা করা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর। এ ঘোষণায় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কনজারভেটিভ পার্টির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস সংকটের পর আলোচিত কিছু কেলেংকারির কারণে গত জুলাই মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন বরিস জনসন। এরপরই কনজারভেটিভ দলের নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এ নিয়ে শুক্রবার পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। ভোটার ছিলেন কনজারভেটিভ দলের প্রায় দুই লাখ সদস্য।

পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং অর্থমন্ত্রী ঋষি সুনাক দুই মাস ধরে চলা এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাদের মধ্যে লিজ ট্রাসই এগিয়ে ছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসন দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থাতেই রেখে গেছেন বলে দাবি বিশেষজ্ঞদের। তারা জানিয়েছে, মন্দার মুখোমুখি হওয়া যুক্তরাজ্যে এখন মূল্যস্ফীতির সংকট আর শিল্প খাতে অস্থিরতা চলছে, নতুন প্রধানমন্ত্রীকে এসব সমস্যার মোকাবিলা করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস স্থানীয় সময় রবিবার বলেছেন, তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন, তাহলে এক সপ্তাহের মধ্যে ক্রমবর্ধমান জ্বালানি বিল মোকাবিলা এবং সরবরাহ বাড়ানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।