back to top
Home সারাদেশ সাজেক যাওয়ার পথে অপহৃত সেই ঢাবি শিক্ষার্থী উদ্ধার

সাজেক যাওয়ার পথে অপহৃত সেই ঢাবি শিক্ষার্থী উদ্ধার

0
সাজেক যাওয়ার পথে অপহৃত সেই  ঢাবি শিক্ষার্থী উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে অপহরণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী দ্বীপিতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু।

তিনি বলেন, অপহরণের খবর পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।  

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের কাছে জিরো মাইল এলাকা থেকে অপহৃত হন দীপিকা চাকমা। অপহৃতা দীপিকা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত বলে জানা গেছে। তিনি রোকয়া হলের আবাসিক ছাত্রী।দীপিকা খাগড়াছড়ি জেলা সদরের শীতেজ বিকাশ চাকমার মেয়ে।

জানা যায়, দীপিকা তার বন্ধুদের নিয়ে সাজেকের পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। পথে রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের কাছে জিরো মাইল এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার বন্ধুরা সাজেকে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারে কাজ শুরু করেছে। ওই এলাকাটি ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল, তা বিস্তারিত জানা যায়নি।