back to top
Home রাজধানী স্কুলছাত্রীর কাছে হিরো সাজতে শিক্ষকের উপর হামলা চালায় জিতু:র‍্যাব

স্কুলছাত্রীর কাছে হিরো সাজতে শিক্ষকের উপর হামলা চালায় জিতু:র‍্যাব

0
স্কুলছাত্রীর কাছে হিরো সাজতে শিক্ষকের উপর হামলা চালায় জিতু:র‍্যাব

স্কুলছাত্রীর কাছে হিরো সাজতে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর হামলা করে আশরাফুল আহসান জিতু। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টায় আসামিকে জিজ্ঞেসাবাদের বরাতে কাওরান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব।

আসামি জিতুকে জিজ্ঞাসাবাদের শেষে কমান্ডার মঈন বলেন, আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতার পাশাপাশি শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন উৎপল কুমার সরকার। সেই হিসেবে তিনি বিভিন্ন সময় শিক্ষার্থীদের ইউনিফর্ম, চুলকাটা, ধুমপান, ইভটিজিংসহ বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গজনিত বিষয়গুলো দেখভাল করতেন। স্কুলের এক ছাত্রীকে সঙ্গে নিয়ে অযাচিতভাবে ঘোরাফেরা করছিলেন দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতু। এই ঘোরাফেরা থেকে জিতুকে বিরত থাকতে বলেন শিক্ষক উৎপল। এই ঘটনায় জিতু ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীর কাছে নিজের হিরোয়িজম প্রদর্শন করতে শিক্ষক উৎপলের ওপর হামলার পরিকল্পনা করে।

র‍্যাব কর্মকর্তা জানায়, সে অনুযায়ী গত ২৫ জুন স্কুলে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে উৎপলকে স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে জিতু। ফলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক উৎপল মারা যান।

র‍্যাবে আরও জানিয়েছে, জিতু এলাকায় জিতু দাদা নামে পরিচিত ছিল। স্কুলে সে বেপোরায়া চলাফেরা করত। বিভিন্ন সময় ছাত্রীদের উত্ত্যক্ত করত। শৃঙ্খলা কমিটি বিভিন্ন সময় অভিযোগ পেয়ে জিতুকে সতর্ক করা হয়েছিল। এসব কারণেও সে ওই শিক্ষকের ওপর ক্ষুব্ধ ছিল।

এদিকে, শিক্ষকে পিটিয়ে হত্যার ঘটনায়  অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামি আশরাফুল আহসান জিতুর ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।