21 C
Dhaka
Sunday, January 19, 2025

চাঁদা না দেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, গ্রেফতার ছাত্রলীগ নেতা

- Advertisement -

রাজবাড়ীর গোয়ালন্দে চাঁদা না দেওয়ায়
সৈয়দ আলী আরিফ নামের নির্মাণাধীন একটি স্কুল ভবন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর করেছেন ছাত্রলীগ নেতা। এরপর থেকে নির্মাণ কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার বিকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ রবিবার রাতেই মামলার এক নম্বর আসামি ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম হাওলাদারকে (৩০) গ্রেফতার করে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম হাওলাদার রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মোতালেব হাওলাদার ওরফে মুতাইয়ের ছেলে। তিনি পাঁচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা ভবন নির্মাণের কাজ করছে অমি ইন্টারন্যাশনাল নামক ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ চলাকালীন চাঁদার দাবি করেন ছাত্রলীগের নেতারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মারধরের শিকার ব্যবস্থাপক সৈয়দ আলি আরিফ জানান, স্কুলের সীমানা জটিলতা নিরসন করে গত অক্টোবর থেকে তারা কাজ শুরু করেন। তখন থেকে কাজের সাইটে থাকা টেকনিক্যাল ম্যানেজার রবিউল ইসলামের কাছে বারবার শরীফ হাওলাদার চাঁদা দাবি করে। মাটি খননের পর ডিসেম্বর মাসের শেষের দিকে সেন্ড পাইলের কাজ শেষ করে ১৫ দিনের বিরতি শেষে গত শনিবার স্কুলে নির্মাণ সামগ্রী ফেলেন। রবিবার টেকনিক্যাল ম্যানেজার রবিউল ইসলাম স্কুলে গেলে শরীফসহ ছয়জন তিনটি মোটরসাইকেলে করে এসে অস্ত্র (পিস্তল) ঠেকিয়ে তাদের কাছে এককালীন ৩ লাখ টাকা এবং দৈনিক ১ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। এ সময় তারা টাকা না দিলে কাজ করতে দেবে না এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি বলেন, রবিবার বিকালে আমি স্থানীয় পেশকারের মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। এমন সময় শরীফ আমাকে দেখে গালমন্দ শুরু করে। আমি পাশের একটি ওষুধের দোকানে গিয়ে বসলে সেখানে শরীফ লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে কিল-ঘুসি ও লাথি মেরে আমাকে আহত করে। এ সময় সেখানে অনেক লোকজন জড়ো হলে হামলাকারীরা কৌশলে সেখান থেকে বের হয়ে যায়। এরপর আমি স্কুলের দিকে আসলে সেখানেও তারা আমাকে ধাওয়া করে। একপর্যায়ে জীবন রক্ষার্থে আমি পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেই।

‘এ সময় সন্ত্রাসীরা কাজের সাইটের বিভিন্ন মালামাল তুলে ফেলে দিয়ে কাজ বন্ধ করে দেয়। ভয়ে শ্রমিকেরাও কাজ বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান’, যোগ করেন আহত ব্যবস্থাপক।

পরে পুলিশকে খবর দেওয়া হলে সন্ধ্যার দিকে শরীফ হাওলাদারকে ঘটনাস্থল থেকে আটক করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাকে (সৈয়দ আলী আরিফ) ওই বাড়ি থেকে এবং পথিমধ্যে আরেক বাড়িতে লুকিয়ে থাকা টেকনিক্যাল ম্যানেজার রবিউলকে উদ্ধার করে।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গ্রেফতারকৃত শরীফুল ইসলাম হাওলাদার রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতি করতে দেওয়া হয়েছে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হয়নি। গঠনতন্ত্রের বাইরে যদি কেউ এমন কিছু করে থাকে তাহলে সে যেই হোক তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. বজলুর রহমান খান বলেন, প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ঢাকার মেসার্স অমি ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান স্কুলটির নির্মাণ কাজ করছে। এমতাবস্থায় উদ্ভূত ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শরীফুল ইসলাম ওরফে শরীফ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সৈয়দ আলী আরিফ বাদী হয়ে রাতেই শরীফসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি শরীফকে সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে আমাদের টিম কাজ করছে।

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
বলিউড তারকা সাইফ আলি খানের উপর হা *ম লা: বাংলাদেশি নাগরিক অভিযুক্ত, গ্রেফতার করল মুম্বাই পুলিশ!
02:51
Video thumbnail
বাংলাদেশ-ভারত সীমান্তে উ *ত্তে জনা: ভারতীয় গণমাধ্যমের বি *দ্বে *ষমূলক প্রচারণা!
04:04
Video thumbnail
গাজার রাস্তায় রাস্তায় আনন্দের জোয়ার: আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতী শুরু হওয়াই সেজদাবনত শোকরিয়া!
01:02
Video thumbnail
আলোচনা-সমালোচনার মধ্যেও সোহানা সাবার নতুন যাত্রা: জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে অভিষেক!
02:24
Video thumbnail
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ! চেক ডিজঅনার মামলায় সাকিব সহ চারজন।
01:58
Video thumbnail
মেঘমল্লার বসুর “লাল স *ন্ত্রা*স” বা রেড টে *র র! জেনে নিন আদ্যপান্ত
03:32
Video thumbnail
নারী সেজে জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের ছাত্রী হলে বহিরাগত
01:29
Video thumbnail
খাগড়াছড়িতে সেলিম ঠিকাদারের ভূমিদস্যুতা ও অত্যাচারের পর্দা ফাঁস! ২য় পর্ব।
08:32
Video thumbnail
সীমানায় ঢুকে ভারতীয়দের উদ্ধতপূর্ণ আচরণ। দেশ বিদেশে হাসিনার পরিবারের পতন।
01:06:45
Video thumbnail
নতুন কর-ভ্যাট জনগণের ভোগান্তি আরও বাড়াবে: মির্জা ফখরুল
03:51

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe