back to top
Home সারাদেশ নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল ৫ শিক্ষকের

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল ৫ শিক্ষকের

0
নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল ৫ শিক্ষকের

নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষক নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী শিক্ষক।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো. দেলোয়ার হোসেন (৪৮), মো. মকবুল হোসেন (৫৮), মো.সেলিম (৪৫), মো. লেলিন এবং মোছা. জান্নাতুল (৩৫)। 

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজি অটোরিকশাযোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে আসছিলেন শিক্ষকরা। অপরদিকে নওগাঁ থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাওয়ার সময় রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন শিক্ষক নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল। তিনি জানান, ফয়ার সার্ভিসের সহযোগিতায় লাশ ও দুর্ঘটনাকবলিত ট্রাক এবং সিএনজি উদ্ধারে কাজ চলছে।