back to top
Home আন্তর্জাতিক একইসাথে প্রার্থনা করতে পারবেন মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়

একইসাথে প্রার্থনা করতে পারবেন মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়

0
একইসাথে প্রার্থনা করতে পারবেন মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়

আগামী ১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আব্রাহামিক ফ্যামিলি হাউস বা ইব্রাহিমের ঘর জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। 

আব্রাহামিক ফ্যামিলি হাউসে একই সাথে মসজিদ, খ্রিস্টানদের গির্জা ও ইহুদিদের উপাসনার জন্য সিনাগগ রয়েছে। উদ্বোধনের পর সেখানে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন মুসলিম, ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তবে আগে থেকে বুকিং করতে হবে। শীঘ্রই অনলাইনে বুকিং ব্যবস্থা চালু হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বলেন, ‘সাদিয়াত দ্বীপে আব্রাহামিক ফ্যামিলি হাউস প্রতিষ্ঠা, জাতির বৈচিত্র্য এবং সহনশীলতা উদযাপনের সাথে সঙ্গতিপূর্ণ’।

তিনি টুইটারে লেখেন, ‘বিভিন্ন সম্প্রদায়ের লোকদের একসাথে নতুন সম্ভাবনা তৈরি করার জন্য সংযুক্ত আরব আমিরাতের একটি গর্বিত ইতিহাস রয়েছে। আবুধাবিতে আব্রাহামিক ফ্যামিলি হাউসের উদ্বোধনের সাথে আমরা অগ্রগতি অর্জনের জন্য পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং বৈচিত্র্যের শক্তিকে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি’।

এছাড়াও দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ বলেছেন, ‘ধর্মীয় জমায়েতের স্থানটি পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের মূল্যবোধকে তুলে ধরেছে’।    

শেখ সাইফ এবং সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আনুষ্ঠানিকভাবে নতুন বিশ্বাস কেন্দ্রটির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় শেখ নাহিয়ান বিন মুবারক বিশ্বকে সম্প্রীতি ও আশার বার্তা পাঠানোর গুরুত্বের কথা তুলে ধরেন ।

তিনি বলেন, ‘ আমরা স্বীকার করি যে আমাদের সমসাময়িক বিশ্ব, সভ্যতার শতাব্দীর পরেও, আপাতদৃষ্টিতে অসহনীয় সামাজিক সমস্যায় জর্জরিত। আমরা মনে করি যে আমাদের বিশ্বকে আমাদের আলোচনা শুনতে হবে’।  

তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বকে শান্তি ও সমৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকার দেখাতে হবে। আমাদের বিশ্বকে একে অপরের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে এবং  আমাদের বিশ্বকে ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব এবং বৈষম্যের কারণে আমাদের নিজস্ব কাজের প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে কারণ আমরা একসাথে আব্রাহামিক পরিবারের সদস্যদের ঐক্য উদযাপন করি’।