back to top
Home আন্তর্জাতিক তুর্কির কেন্দ্রিয় প্রদেশ নগদে ৫.৩ মাত্রার ভূমিকম্প 

তুর্কির কেন্দ্রিয় প্রদেশ নগদে ৫.৩ মাত্রার ভূমিকম্প 

0
তুর্কির কেন্দ্রিয় প্রদেশ নগদে ৫.৩ মাত্রার ভূমিকম্প 

ভূমিকম্প যেন থামছেই না তুরস্কে। এবার কেন্দ্রীয় আনাতোলিয়ান প্রদেশ নিগদে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

তুরস্ক ও সিরিয়ায় ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হওয়া দুইটি বিধ্বংসী ভূমিকম্পের মাত্র দুই সপ্তাহ পর তুর্কিতে ভূমিকম্পটি হয়েছে বলে জানায় কান্দিলি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। 

তুর্কি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ‘ভূমিকম্পটির গভীরতা ছিল ৭ কিমি (৪.৩৪ মাইল) এবং বোর জেলায় এটি আঘাত হানে দুপুর ১টা ২৭ মিনিটে (১০:২৭ জিএমটি)। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। 

ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, ‘সাহায্যকারী দলগুলো যেকোনো ক্ষয়ক্ষতি মোকাবেলায় মাঠে রয়েছে। এই মুহুর্তে কোনো নেতিবাচক পরিস্থিতি নেই। ঈশ্বর আমাদের দেশ এবং জাতিকে সব ধরনের বিপর্যয় থেকে রক্ষা করুন’।

বোর ভূমিকম্প বিধ্বস্ত তুর্কি-সিরীয় সীমান্ত অঞ্চলের প্রায় ৩৫০ কিলোমিটার (২১৮ মাইল) পশ্চিমে অবস্থিত। 

এই মাসের শুরুতে তুরস্কে আঘাত হানা ভূমিকম্পে ৪৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। ভূমিকম্পের ফলে মোট ১১টি প্রদেশে হতাহতের ঘটনা ঘটে। ন্যদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী সিরিয়ায় মোট মৃতের সংখ্যা ৫৯১৪ জন। 

ভূমিকম্পের পর ৯ হাজারেরও বেশি আফটারশক হয়েছিল। তুরস্কে ১ লাখ ৭৩ হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সরকারী তথ্যানুযায়ী প্রায় ২ মিলিয়ন বাসিন্দা গৃহহীন হয়েছে।