back to top
Home সারাদেশ রাজবাড়ীতে স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ীতে স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

0
রাজবাড়ীতে স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান এ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিজানুর রহমান কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, আজ (রোববার) মিজানুর রহমানের ভূষি মালের দোকানে হালখাতা ছিল। হালখাতা শেষ করে রাত সাড়ে ৯টার দিকে বাইসাইকেলে মিজানুর রহমান বাড়ি ফিরছিলেন। মধ্যপাড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কলিমোহর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. বিলকিস বানু বলেন, মিজানুর রহমান পাংশা পাইলট গার্লস হাইস্কুলের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি হোসেডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন। রোববার তার দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। হালখাতা শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মিজানুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে বলতে পারব।