back to top
Home নির্বাচন শতভাগ ভোটের পরিবেশ কখনোই থাকে না: ইসি আহসান হাবিব

শতভাগ ভোটের পরিবেশ কখনোই থাকে না: ইসি আহসান হাবিব

0
শতভাগ ভোটের পরিবেশ কখনোই থাকে না: ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে ইসির সমন্বয়হীনতা নেই। মঙ্গলবার (২৪ অক্টোবর) পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে কমিশন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ইসি আহসান হাবিব বলেন, ‘এখনও ভোটের অনুকূল পরিবেশ নেই বলে ইসির ধারণাপত্রে পর্যবেক্ষণ বাস্তব।’

এ সময় তিনি প্রশ্ন তোলেন, ‘দেশে কী সবসময় ভোটের পরিবেশ একরকম থাকে? পরক্ষণে জবাবে তিনি নিজেই জানান, ‘শতভাগ ভোটের পরিবেশ কখনোই থাকে না।’

এর আগে সরকারি ছুটির দিনেও পটুয়াখালি-১ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় এক নভেম্বর, মনোনয়নপত্র বাছাই দুই নভেম্বর। সেই সঙ্গে আগামী ৯ নভেম্বর মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)।