back to top
Home রাজনীতি ‘বিএনপির একদফার আন্দোলন অব্যাহত থাকবে’

‘বিএনপির একদফার আন্দোলন অব্যাহত থাকবে’

0
‘বিএনপির একদফার আন্দোলন অব্যাহত থাকবে’

বিএনপি নেতারা জানিয়েছে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির একদফার যে আন্দোলন তা অব্যাহত থাকবে। এক সভায় তারা বলেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে।

মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি নেতারা এ কথা বলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে বিএনপি।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার।

দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল, নিতাই রায় চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক প্রমুখ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটি আজ ভূলুণ্ঠিত। এই সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্র হত্যা করেছে। এই দুইটি ফিরিয়ে আনতে দেড় বছর ধরে বিএনপি আন্দোলন করছে। বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পাকিস্তানিদের চরিত্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চরিত্রের কোনো তফাত নেই। অত্যাচার নির্যাতন করার কারণে যে পাকিস্তানিরা রেহাই পায়নি, তাদেরই অনুসরণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজকে শেখ হাসিনার বদৌলতে ঘরে ঘরে শহীদ মিনার হওয়ার দশা। সুতরাং যেখানে নির্যাতন-নিপীড়ন করে যেই পাকিস্তানের রক্ষা হয়নি। এই আওয়ামী লীগ সরকারও পারবে না।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তারেক রহমান আবার দেশে ফিরবেন জানিয়ে প্রধান অতিথি জমির উদ্দিন সরকার বলেন, আইনের শাসন না থাকলে বিশৃঙ্খলা হতে বাধ্য। আইনের শাসন না থাকলে সব ক্ষেত্রেই বিশৃঙ্খলা হয়। কারও কারও অনেক টাকা থাকলেও তিনি ভোগ করতে পারবেন না।

তিনি বলেন, ভাষা আন্দোলন ছিল আদর্শিক আন্দোলন। মানুষের আন্দোলন ওখান থেকেই শুরু হয়েছিল। এই আন্দোলন থেকেই গণতন্ত্রের আন্দোলন শুরু হয়।