back to top
Home ক্যাম্পাস জাবির ‘এ’ ইউনিটে প্রথম অভিজ্ঞান ও রুবাইয়া

জাবির ‘এ’ ইউনিটে প্রথম অভিজ্ঞান ও রুবাইয়া

0
জাবির ‘এ’ ইউনিটে প্রথম অভিজ্ঞান ও রুবাইয়া

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হয় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে।

এতে ছেলেদের মেরিট লিস্টে ৯৪.৬ স্কোর পেয়ে প্রথম হয়েছেন অভিজ্ঞান পোদ্দার এবং মেয়েদের মেরিট লিস্টে ৯০.২ স্কোর পেয়ে প্রথম হয়েছেন রুবাইয়া সুলতানা।

জানা যায়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী অভিজ্ঞান পোদ্দার অন্যদিকে রাজবাড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রুবাইয়া সুলতানা।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয় সকাল ৯টায়। এদিন প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা হয়।

উল্লেখ্য, চলতি বছর জাবিতে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন করেছেন। সে হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী।