back to top
Home রাজধানী রাজধানীতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকারীদের পাঁচ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত  সদস্য

রাজধানীতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকারীদের পাঁচ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত  সদস্য

0
রাজধানীতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকারীদের পাঁচ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত  সদস্য

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গভীর রাতে সেনা ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজনই বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। 

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিন জন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে আসা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে।

ঘটনায় ভুক্তভোগী আবু বকর জানান, ‘তারা বাসায় ঢুকে আমার বৈধ অস্ত্র থানায় জমা দেইনি বলে অস্ত্র নিতে আসার কথা জানায়। অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা কোনও কথা না শুনে অস্ত্র খোঁজার নাম করে আলমারিগুলো খুলে তছনছ করে এবং টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।’

‘পরে ফ্ল্যাটের একপাশে আমার অফিসে যায় এবং একইভাবে অস্ত্র আছে বলে সিন্দুক ও আলমারি খুলে টাকা নিয়ে নির্বিঘ্নে চলে যায়। তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে ভোর সোয়া ৪টার দিকে বের হয়ে যায়’, যোগ করেন আবু বকর।