back to top
Home আন্তর্জাতিক ইউক্রেনে রুশ গণভোট; তীব্র নিন্দা যুক্তরাষ্ট্র ও কানাডার

ইউক্রেনে রুশ গণভোট; তীব্র নিন্দা যুক্তরাষ্ট্র ও কানাডার

0
ইউক্রেনে রুশ গণভোট; তীব্র নিন্দা যুক্তরাষ্ট্র ও কানাডার

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিযিয়া অঞ্চলে গণভোট অনুষ্ঠান করছে রাশিয়া। রুশদের এমন আচরণের কঠোর সমালোচনা করেছে আমেরিকা ও কানাডা। একইসাথে ইউরোপীয় ইউনিয়ন এই গণভোটকে অবৈধ বলে মন্তব্য করেছে। এছাড়াও কানাডা ভুয়া এ গণভোটের আয়োজন করায় নতুন করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করতে গণভোটের আয়োজন করে মস্কো। গত শুক্রবার থেকে এই ভোট শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়েছে। তবে রাশিয়ার এক তরফা গণভোটের বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন ভালোভাবে নেয়নি।

আমেরিকা বলেছে, খুব শিগগিরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হবে। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অনানুষ্ঠানিকভাবে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা ঘোষণা দেন।

তিনি জানান, আলবেনিয়ার সঙ্গে যৌথভাবে এই প্রস্তাব উত্থাপন করা হবে এবং তাতে ইউক্রেনের বর্তমান অবস্থানের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে যেকোনো ধরনের পরিবর্তন মেনে না নেয়ার আহ্বান জানানো হবে। পাশাপাশি ইউক্রেন থেকে রাশিয়াকে সেনা প্রত্যাহারে বাধ্য করা হবে।

কানাডা এই গণভোটকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছে। শুরু তাই নয়, রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, কানাডা এই জালিয়াতি গণভোটের ফলাফল বা রাশিয়ার ইউক্রেনের অঞ্চলগুলোকে অবৈধভাবে যুক্ত করার চেষ্টাকে কখনই স্বীকৃতি দেবে না। বরং এমন কাজের জন্য নতুন করে রাশিয়ার উপর নিষেধোজ্ঞা আরোপ করবে।