back to top
Home রাজনীতি ১০ ডিসেম্বরের মতোই আমরা সতর্ক থাকবো: কাদের

১০ ডিসেম্বরের মতোই আমরা সতর্ক থাকবো: কাদের

0
১০ ডিসেম্বরের মতোই আমরা সতর্ক থাকবো: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেন, বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন ১০ ডিসেম্বরের মতোই আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ২/১ দিনের মধ্যেই কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা হবে।

কাদের বলেন, ইভিএম হলেও আছি , না হলেও আছি। তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিবে সেটি আমরা মেনে নিবো। আমরা চাই ইভিএম এ নির্বাচন হোক।

তিনি জানান, রংপুর এরশাদ সাহেবের প্রভাবিত এলাকা। সেখানে আমাদের দলীয় প্রার্থী পিছিয়ে বলে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। তবে এই হেরে যাওয়ার ঘটনায় দুর্বলতা খুঁজতে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে।