back to top
Home বিনোদন অনলাইনে চলচ্চিত্রের সমালোচনা করলে সাইবার আইনে মামলা: শাহীন সুমন

অনলাইনে চলচ্চিত্রের সমালোচনা করলে সাইবার আইনে মামলা: শাহীন সুমন

0
অনলাইনে চলচ্চিত্রের সমালোচনা করলে সাইবার আইনে মামলা: শাহীন সুমন

চলচ্চিত্র মুক্তির আগেই ফেসবুকে সমালোচনা সামগ্রিকভাবে চলচ্চিত্রের ক্ষতি করছে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তিনি জানান, চলচ্চিত্র নিয়ে সমালোচনা করলেই সাইবার ক্রাইমের আওতায় আনা হবে, এমনই চিন্তাভাবনা চলছে।

গতকাল রবিবার রাতে রাজধানীর বানানী ক্লাবে একটি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াত।

অনুষ্ঠানে শাহীন সুমন বলেন, ‘ফেসবুক মারাত্মক ক্ষতি করে সিনেমার, ইউটিউব চ্যানেলে প্রচার-প্রচারণা করে মারাত্মক ক্ষতি করে। সিনেমার আগামাথা, সিনেমা না দেখে বিভিন্ন সমালোচনা লেখে, যার কারণে দর্শক প্রতারিত হয়। দর্শকরা ভাবে এই সিনেমায় কিছু নেই, এই সিনেমা দেখব না।’

ভালোবাসার রং খ্যাত এই নির্মাতা বলেন, ‘যারা লগ্নিকারক আছে, তাদের জন্য বিরাট একটা হুমকি, এই সব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করে, উল্টাপাল্টা সংবাদ দিয়ে আমাদের সিনেমাকে, যারা সিনেমা নির্মাণ করে তাদের পিছিয়ে দিচ্ছে।’

চলচ্চিত্রের সমালোচনা করলেই সাইবার ক্রাইমের আওতায় আনা হবে―এমনটাই উল্লেখ করে সানী সানোয়ারের বরাত দিয়ে শাহীন সুমন বলেন, ‘সানী সানোয়ার ভাই দারুণ একটা প্রস্তাব রেখেছেন, আমরা সাইবার ক্রাইমের আওতায় আনব, যদি চলচ্চিত্রের সমালোচনা করে উল্টাপাল্টা করে তাদের আইনের আওতায় আনব।’

মূলত ‘ব্ল্যাক ওয়ার’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন ছিল বনানী ক্লাবে। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’-এর দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।