back to top
Home আন্তর্জাতিক ইতালিতে নিহত শরণার্থীদের মধ্যে ১২ শিশু; মৃতের সংখ্যা বেড়ে ৬২

ইতালিতে নিহত শরণার্থীদের মধ্যে ১২ শিশু; মৃতের সংখ্যা বেড়ে ৬২

0
ইতালিতে নিহত শরণার্থীদের মধ্যে  ১২ শিশু; মৃতের সংখ্যা বেড়ে ৬২

ইতালীর উপকূলীয় শহর ক্যালাব্রিয়ার দক্ষিণাঞ্চল ক্রোটনে শরণার্থী বহনকারী নৌকাডুবিতে অন্তত ১২ জন শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে উন্নীত হয়েছে।  

জাহাজটি বেশ কিছুদিন আগে আফগানিস্তান, ইরান এবং অন্যান্য দেশের শরণার্থীদের নিয়ে তুরস্ক থেকে যাত্রা শুরু করেছিল। গতকাল রবিবার ক্যালাব্রিয়ার পূর্ব উপকূলে একটি সমুদ্রতীরবর্তী স্টেকাটো ডি কুট্রোর কাছে জাহাজটি ঝড়ো আবহাওয়ায় বিধ্বস্ত হয়। 

আশি জন বেঁচে আছে বলে জানায় প্রাদেশিক সরকারী কর্মকর্তা ম্যানুয়েলা কুরা। এদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, যার মধ্যে একজন আই সি ইউ তে আছেন’। 

অন্যদিকে অভিবাসী পাচারের অভিযোগে বেঁচে যাওয়া একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় গার্দিয়া ডি ফিনাঞ্জা কাস্টমস পুলিশ জানায়। 

কুট্রোর মেয়র আন্তোনিও সেরাসো বলেন, ‘নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে শিশু নিহতের সংখ্যা জানা যায় নি এখনো।‘