back to top
Home ক্যাম্পাস থার্টি ফার্স্ট নাইটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টিতে নিষেধাজ্ঞা

থার্টি ফার্স্ট নাইটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টিতে নিষেধাজ্ঞা

0
থার্টি ফার্স্ট নাইটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টিতে নিষেধাজ্ঞা

মো.মেহেদী হাসান, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইংরেজি নতুন বর্ষকে স্বাগত জানাতে গিয়ে ডিজে পার্টিসহ যেকোন ধরনের উচ্ছৃঙ্খল ও অনভিপ্রেত কর্মকান্ডের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর শিক্ষার্থীদেরকে অবশ্যই রাত ১০ টার মধ্যে নিজ হলে প্রবেশ করতে হবে। চলাচলের সময় নিজ পরিচয়পত্র সাথে রাখতে হবে। হলের ভেতরে বা বাইরে মিছিল, সভা-সমাবেশ এবং কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। সেদিন সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোন ধরনের অনুষ্ঠান করা যাবে না। কোনো বহিরাগতকে হলে অবস্থান করতে দেওয়া হবে না। ক্যাম্পাসে ক্যাম্প ফায়ার, আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো, মিছিলসহ যেকোন ধরনের উচ্ছৃঙ্খল কর্মকান্ড করা যাবেনা। এ ধরণের উচ্ছৃঙ্খল কর্মকান্ডে কেউ জড়িত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে ২ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বহিরাগত কোনো মটর সাইকেল, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, কার ইত্যাদি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এই সময়ে জয় বাংলা গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য সকল গেট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন রাখা হবে এবং পুলিশ টহলের ব্যবস্থা করা হবে। বিকাল ৫টার আগে সকল বহিরাগতদেরকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে। এছাড়া এদিন বটতলাসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল দোকানপাট রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে।