back to top
Home রাজনীতি দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ: কাদের

দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ: কাদের

0
দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ: কাদের

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।

রবিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সম্মেলনে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন করেছি; সিনিয়র নেতাদের অধিকাংশই পুনর্নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের মনের কথা বোঝেন।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন, বিশ্ব পরিস্থিতি সামনে রেখে আমাদের দেশেও সংকট আছে; তাছাড়া জঙ্গিবাদ, সম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলনও।  এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তা মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।’

তিনি আরও বলেন, তিনি তিনবার দলের সাধারণ সম্পাদক হওয়ায় দায়িত্ব বেড়েছে। এটা আমার সৌভাগ্য যে আমি আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত।