back to top
Home জাতীয় নবম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম হলেন হাফেজ মুয়াজ মাহমুদ

নবম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম হলেন হাফেজ মুয়াজ মাহমুদ

0
নবম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম হলেন হাফেজ মুয়াজ মাহমুদ

সজল মিয়া, ঢাকা থেকে: ইসলামী ঐতিহ্যের স্মৃতি বিজড়িত তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে  ঢাকার মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের কৃতী ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।

এতে করে ২০১৬ সালের পরে বাংলাদেশ থেকে হাফেজ মুয়াজ মাহমুদ প্রথম তুরস্কে এই সফলতার গৌরব অর্জন করে।

গতকাল ৩০ অক্টোবর বুধবার স্থানীয় সময় বাদ যোহর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাত থেকে ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মেহমানদের উপস্থিতিতে মুয়াজ মাহমুদই সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার গ্রহণ করে।

গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাই পর্ব হয়।

ওই সময় হাফেজ মুয়াজ মাহমুদ দেশের শতাধিক মেধাবী হাফেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।