back to top
Home জাতীয় বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি ভালো, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে:নৌ প্রতিমন্ত্রী

বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি ভালো, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে:নৌ প্রতিমন্ত্রী

0
বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি ভালো, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে:নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি ভালো আছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দুই দেশের সম্পর্ক অত্যন্ত মধুর আছে। অনেকগুলো স্থলবন্দর চালুর অপেক্ষায়। এর মধ্যে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরও রয়েছে। এটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। জানুয়ারিতে চালু করার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ঢাকার মানুষ বিএনপির কর্মসূচি নিয়ে ভাবছে না। তারা মেট্রোরেল নিয়ে আছে।

খালেদ মাহমুদ চৌধুরী বলেন, শিগগিরই ভারতের একটি ক্রুজ বাংলাদেশে আসছে। এ বিষয়ে কাস্টমস, ইমিগ্রেশনসহ কয়েকটি ব্যাপারে কিছুটা চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ ও ক্রুজের আগমন উপলক্ষে ভারতের একটি দল চাঁদপুর, বাগেরহাট ও মোংলা পরিদর্শন করবে। সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোভিডের পর স্থলবন্দরগুলো পুরোদমে শুরু হয়নি। অনেক জায়গায় ভারতীয় কর্তৃপক্ষ ভিসা ইস্যু করছে না, সমস্যা হচ্ছে। এসব বিষয়ে কথা হয়েছে। তারা পদক্ষেপ নেবে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা থাকা রাশিয়ার একটি জাহাজের নাম বদলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে আসার বিষয়টি জানার পর পদক্ষেপ নেওয়া হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একটি মেগা প্রকল্প। এটিকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় জাহাজটি আছে, বিষয়টি জানা ছিল না। এখন যেহেতু নিষেধাজ্ঞার বিষয়টি জানা হয়েছে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।