back to top
Home আইন ও আদালত বিএনপির ৫ নেতাকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপির ৫ নেতাকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ হাইকোর্টের

0
বিএনপির ৫ নেতাকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ হাইকোর্টের

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার পাঁচ নেতাকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাঁচ নেতা হলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচবি খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান।

তাদের কারাগারে ডিভিশন চেয়ে করা রিটের শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

১৩ ডিসেম্বর বিএনপির নেতাদের কারাগারে প্রথম শ্রেণির সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

১০ ডিসেম্বরের সমাবেশের পূর্বে ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত এবং প্রায় ৫০ জন আহত হন। সংঘর্ষের পর ওই দিনই বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়।

ওই ঘটনায় দায়ের করা দুটি মামলায় এ্যানী ও সালামসহ বিএনপির ৪৪৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে কারাগারে ডিভিশন দিতে বলেন। কিন্তু তারপরও কারাকতৃর্পক্ষ আদেশ না মানায় হাইকোর্টে আবেদন করা হয়।

এরপর ৯ ডিসেম্বর ভোরে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফখরুল ও আব্বাসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।