back to top
Home শিক্ষা বুয়েটে চান্স পেয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই, ভর্তি নিয়ে চিন্তিত মা-বাবা

বুয়েটে চান্স পেয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই, ভর্তি নিয়ে চিন্তিত মা-বাবা

0
বুয়েটে চান্স পেয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই, ভর্তি নিয়ে চিন্তিত মা-বাবা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চান্স পেয়েছেন প্রতিষ্ঠানটিতে নির্মম হত্যার শিকার হওয়া আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। ভর্তি পরীক্ষায় ৪৫০তম স্থান অর্জন করে যন্ত্রকৌশল বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৩০ ‍জুন) বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। আবরার ফাইয়াজ ও তার পরিবার ফলাফল নিয়ে খুশি।

ফলাফলের বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে আবরার ফাইয়াজ ফেস দ্যা পিপলকে বলেন,আলহামদুলিল্লাহ। এটা আসলে আমার পরিবারের জন্য দরকার ছিল।

‘আপনি কি বুয়েটে ভর্তি হবেন’ এমন প্রশ্নের জবাবে ফাইয়াজ বলেন, এখনও শতভাগ নিশ্চিত না যে এখানেই ভর্তি হবো। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিএসই-তে ভর্তি আছি। সেখানেও ৪১তম হয়েছিলাম। পরিবারের সবাই ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নেবো।

আপনি বুয়েটের চান্স পেয়েছেন এ সংবাদ শুনে আপনার বাবা-মায়ের অনুভূতি কী? জানতে চাইলে আবরারের ছোট ভাই বলেন, তাদের তেমন কোনো অনুভূতি নেই। বরং তারা চিন্তিত। এখানে যাওয়া ঠিক হবে কিনা এনিয়ে।