জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হল থেকে যাযাবর পারভেজ নামে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী (২০২২-২৩ শিক্ষাবর্ষ) অর্পা খন্দকারের কক্ষ থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, নওয়াব ফয়জুন্নেসা হলের শিক্ষার্থী অর্পা খন্দকারের কক্ষে অবস্থান করছিলেন পারভেজ। এ সময় বিষয়টি জানাজানি হলে অন্য শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে হলের শিক্ষার্থীরা তাকে মেয়ে সাজিয়ে শাস্তি দেন এবং কপালে টিপ পরিয়ে দেন।
আটকের পর পারভেজ বলেন, ’আমরা দুইজন ভালো দোস্ত। আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ পড়ে মুখ ও শরীর চাদরে মুড়িয়ে হলে প্রবেশ করি।’
এবিষয়ে হল সুপার নাদিয়া সুলতানা বলেন, ’হলের মেয়েরা ওই ছাত্রীর রুমে সেই পুরুষের উপস্থিতি বুঝতে পেরে আমাকে জানালে তৎক্ষনাৎ আমি হলের খালাকে সাথে নিয়ে রুমে যাই। দরজা খোলার পর আমি তাকে খাটের উপরে বসে থাকা অবস্থায় দেখতে পাই। তৎক্ষনাৎ আমি হল প্রভোস্টকে জানাই।’