back to top
Home রাজনীতি মনোনয়নের বৈধতা ফিরে পেলেন আলোচিত ডা. মুরাদ

মনোনয়নের বৈধতা ফিরে পেলেন আলোচিত ডা. মুরাদ

0
মনোনয়নের বৈধতা ফিরে পেলেন আলোচিত ডা. মুরাদ

জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে আলোচিত ডা. মুরাদ হাসানসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এ ঘোষণা দেন জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান ।

মো. শফিউর রহমান জানান, জামালপুর-৪ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাদের মনোনয়নপত্র পৃথক দুটি কারণে বাতিল ঘোষণা করা হয়। বাকি সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জামালপুর-৪ আসনটিতে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এস এম রবিউল ইসলাম, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদ গোলাম মোহাম্মদ জিন্নাহ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) তারিক মাহদী এবং স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান, ছানোয়ার হোসেন বাদশা ও অধ্যক্ষ আব্দুর রশিদ।

এদের মধ্যে মনোনয়নের বৈধতা পেয়েছেন- আওয়ামী লীগের মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এস এম রবিউল ইসলাম, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদের গোলাম মোহাম্মদ জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান ও অধ্যক্ষ আব্দুর রশিদ।

স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা এবং বিএনএফ প্রার্থী তারিক মাহাদীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাক্ষাৎকারে নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্য করে আলোচনা -সমালোচনার শিকার হন ডা. মুরাদ হাসান। তার অশালীন মন্তব্য সম্বলিত বেশ কয়েকটি অডিও এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এছাড়া অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে মুরাদের দুই বছর আগের একটি ফোনালাপ ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই অডিও ক্লিপে তিনি মাহিকে অপমান, হুমকি এবং অশালীন প্রস্তাব দিয়েছিলেন। নারীবিদ্বেষী মন্তব্যের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।

এরপর দেশ ছেড়ে কানাডায় যাওয়ার চেষ্টা করেন। তবে দেশটির পুলিশ তাকে সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়ে দেয়। সেখানেও ঢুকতে ব্যর্থ হয়ে ২০২১ সালের ১২ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি৷