back to top
Home সারাদেশ সিলেটে রেকর্ড ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত

সিলেটে রেকর্ড ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত

0
সিলেটে রেকর্ড ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত

আবহাওয়া অধিদপ্তর সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে সিলেট জেলায় ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

তাড়াশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দমমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুণ্ডে ২২ ডিগ্রি সেলসিয়াস।