রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগের বিচার করতে হবে: বিএনপির সালাউদ্দিন আহমেদ

জুবাইর আল মুজাহিদ, ফেনী জেলা প্রতিনিধি:
-বিজ্ঞাপণ-spot_img

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাসহ এমপি মন্ত্রী সবাই গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগসহ তাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণহত্যা চালিয়েছে।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগের বিচার করতে হবে। এটি আজকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের দাবি, এর মাধ্যমে নির্ধারিত হবে তারা আগামীতে নির্বাচন করতে পারবে কি না।

তিনি বলেন, শেখ হাসিনার বাবা স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানে পালিয়ে যান। আর শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন প্রতিবেশী একটি দেশে বসে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। অথচ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস হাজার বছরের। আমরা সবাই মিলে মিশে এদেশে মুসলমান, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান একসাথে বসবাস করি। আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস।

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা ৭৫ এ বাকশাল করে একদলীয় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করেছে। হাসিনা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে। কিন্তু পারেননি, হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।


রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের লক্ষ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে’ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন শৃঙ্খলা ধ্বংসের পেছনে শেখ হাসিনার দোসরদের হাত ছিল। তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদাসীন হলে হবে না, সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। উপদেষ্টাদের যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন তাদের বাদ দিতে হবে। ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে।


দ্রব্যমূল্যের উর্ধগতি প্রসঙ্গে তিনি বলেন, যেভাবে পারেন, বাজারে পণ্য সরবরাহ বাড়ান। বাজার স্থিতিশীল করুন। সিন্ডিকেট দমন করুন। জনগণ সংস্কার বুঝে না, তারা দ্রব্যমূল্য স্থিতিশীল চায়, তারা পরিবার বুঝে সংসার বোঝে। রমজান মাসে যেন কোন জিনিসপত্রের দাম না বাড়ে। প্রয়োজনে ভ্যাট ট্যাক্স কমিয়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে।


তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় করে যারা পালিয়ে গেছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।


নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারগুলো তার আগে করে নিতে হবে। সংস্কার সংস্কার বলে নির্বাচন বিলম্বিত করবেন না। বাংলাদেশে যারা অনুপাতিক ভোট চায়, বাংলাদেশ নিয়ে তাদের অনুপাত জ্ঞান নাই।


যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের মতলব কি জানতে হবে। স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হবে। সুতরাং সবার আগে জাতীয় নির্বাচন দিতে হবে।


ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
জেলা বিএনপির সদস্য সচিব আল্লাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন, বিএনপির সহ -গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সহ- প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন পিপি, জালাল আহমেদ মজুমদার, শাহনা আক্তার শানু, আবু তালেব, মশিউর রহমান বিপ্লব।


সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এমএ খালেক, গাজী হাবিবউল্লাহ মানিক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন।


এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুয়েট শিক্ষার্থীদের গুলি করেছিল বহিরাগত ছাত্রদল-যুবদলের সদস্যরা!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে। ১৮...

নেতানিয়াহু ‘নোংরা খেলায়’ মেতেছে: হামাস

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নোংরা খেলায়’ মেতেছেন বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। খবর আল জাজিরা হামাসের রাজনৈতিক...

বাজারে মাইকিং করে যুবদল নেতার চাঁদাবাজি!

মাথায় লাল কাপড় আর হাতে রামদাধারী অর্ধশতাধিক লোক নিয়ে গাজীপুরের এমসি বাজার এলাকায় মহড়া দিয়ে চাঁদা দাবি করেছেন উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম। ওই...

ঝিনাইদহে জাসদ কর্তৃক হত্যাকান্ডের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ-মিছিল

ঝিনাইদহে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী কতৃক ৩ জনকে হত্যা ও সারাদেশে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের (জাবি) শিক্ষার্থীরা। শনিবার...

সম্পর্কিত নিউজ

কুয়েট শিক্ষার্থীদের গুলি করেছিল বহিরাগত ছাত্রদল-যুবদলের সদস্যরা!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও...

নেতানিয়াহু ‘নোংরা খেলায়’ মেতেছে: হামাস

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নোংরা খেলায়’ মেতেছেন বলে...

বাজারে মাইকিং করে যুবদল নেতার চাঁদাবাজি!

মাথায় লাল কাপড় আর হাতে রামদাধারী অর্ধশতাধিক লোক নিয়ে গাজীপুরের এমসি বাজার এলাকায় মহড়া...
Enable Notifications OK No thanks