বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ফাইনালে রোববারের ফাঁড়া কী কাটাতে পারবে ভারত!

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত। গেল কয়েক আসরে শিরোপা ঘরে নেওয়া কিংবা শিরোপার কাছ থেকে ফেরা পর্ব ভারতের জন্য নিয়মিত ঘটনা। প্রতি টুর্নামেন্টেই ভারতের থাকে শক্তিশালী দল।

সবশেষ চ্যাম্পিয়ন ট্রফি (২০১৭), ওয়ানডে বিশ্বকাপ (২০২৩) কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৪) প্রতিটি আসরেই ফাইনালিস্ট হিসেবে ছিল ভারত। এবারও চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে দলটি উঠেছে শিরোপা নির্ধারণী ম্যাচে। আজ মাঠে নামবে শিরোপার হট ফেবারিট হয়েই।

এত এত আশার কথার মাঝে ভারতের সমর্থকদের জন্য কিছুটা শঙ্কা, সেটা হল আজ ‘রোববার’। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ঠিক ৩ টায় মাঠে নামবে ভারত। আর এই ম্যাচে তাদের শিরোপা জয়ের পাশাপাশি একটি সংকটও কাটানোর লক্ষ্য থাকবে। কারণ রোববারে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচগুলো ভারতের জন্য বরাবরই এক অশুভ সংকেত। বিগত সময়ের পরিসংখ্যান বলছে, রোববারের ফাইনালে বারবার হোঁচট খেয়েছে ভারত। আসন্ন ফাইনাল ম্যাচের আগে তাই সমর্থকদের মনে তৈরি হয়েছে দুশ্চিন্তা। এই রোববারও কি তবে ভারত ব্যর্থতার সেই একই বৃত্তে আটকে পড়বে? স্বাভাবিকভাবে শুধু সমর্থক নয় দলের মনেও হয়তো চলছে একই চিন্তা। কেননা সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে উড়ন্ত ভারত শিরোপা হারিয়েছিল এমন এক রোববারের ফাইনালেই। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। তবে, এবার অজিদের সেমিফাইনাল থেকে বিদায় করেই ফাইনাল খেলতে নামছে শিরোপার হট ফেভারিট ভারত।

ভারত আইসিসি টুর্নামেন্টে যতগুলো ফাইনালে হেরেছে ‘রোববারে’

  • ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল

ভারতের এই রোববার ‘ফাঁড়া’ শুরু হয়েছিল ২০০০ সালের সেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল থেকে। ১৫ অক্টোবর (রোববার) ম্যাচ ছিল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ২৬৪ রান তুলেছিল সৌরভের নেতৃত্বাধীন ভারত। জবাবে দুই বল বাকি থাকতেই চার উইকেটে জিতে গিয়েছিল আজকের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

২০০৩ ওয়ানডে বিশ্বকাপ

আসরের শুরুটা খুব একটা ভালো না হলেও পরবর্তীতে দুর্দান্ত খেলে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ঐ আসরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফাইনাল হয়েছিল ২৩ মার্চ (রোববার)। প্রথমে ব্যাট করে দুই উইকেটে ৩৫৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৩৪ রানের বেশি তুলতে পারেনি ভারত। হারায় শিরোপা।

  • ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

ঢাকার মিরপুরে ফাইনাল হয়েছিল ৬ এপ্রিল। যথারীতি দিনটি ছিল রোববার। প্রথম ব্যাট করে চার উইকেটে মাত্র ১৩৪ রান তুলেছিল ধোনির নেতৃত্বাধীন ভারত। ১৩ বল বাকি থাকতেই ছয় উইকেটে জিতে গিয়েছিল শ্রীলঙ্কা। উঁচিয়ে ধরে শিরোপা।

২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল

পুরো টুর্নামেন্টে ভালো খেলেও ফাইনালে দাঁড়াতেই পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে। ফাইনাল হয়েছিল ১৮ জুন (রোববার)। প্রথমে ব্যাটিং করে চার উইকেটে ৩৩৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে মাত্র ১৫৮ রানে অল-আউট হয়ে গিয়েছিল ভিরাট কোহলীর দল। টুর্নামেন্টের দুই বারের শিরোপা জয়ীরা হেরে গিয়েছিল ১৮০ রানে।

  • ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ

২০২৩ সালে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম আসরে ভারত নিউজিল্যান্ডের কাছে শিরোপা হারালেও এই আসরে বেশ আত্মবিশ্বাসী ছিল। তবে অজিদের বিপক্ষে কাজের কাজ করতে পারেনি। টানা দ্বিতীয় বারের মতো খুব কাছে থেকেও শিরোপা ছোঁয়া হয়নি রোহিত বাহিনীর। মজার বিষয় হচ্ছে এই ম্যাচটি ৭ জুন বুধবার শুরু হলেও শেষটা হয়েছিল রোববারই, যেদিন ভারত হেরেছিল।

  • ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল

পুরো আসর জুড়েই উড়ছিল ভারত। কোনো দল পাত্তাই পাচ্ছিল না তাদের সামনে। তাতে সমর্থকরা চোখ বন্ধ করেই ধারণা করে নিয়েছিল ঘরের মাটিতে দাপুটে ভারত ফের শিরোপা উচিয়ে ধরবে। তবে তা হয়নি। ‘রোববার’-এর বাধায় আবার আটকা পরেছিল স্বাগতিকরা। আহমেদাবাদে প্রায় ১ লাখ ২০ হাজার সমর্থকদের সেদিন কাঁদিয়ে শিরোপা জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া।

এবারও তাই চেতনে-অবচেতনে হয়তো একটা শঙ্কা থেকেই যাবে ভারতের ক্রিকেটারদের মাঝে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

১২৮ জনের বহিষ্কারাদেশ আমাদের সাথে তামাশার সমতূল্য; সাদেক কাইয়ুম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের 'বর্বরোচিত' হামলার ঘটনায় ক্যাম্পাস প্রশাসনের মাত্র ১২৮ জনের বহিষ্কার আদেশ নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের...

কাদের শেল্টার দিচ্ছে ঢাবি প্রশাসন? প্রশ্ন রিফাত রশীদের

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার ঘটনায় ১২৮ জনকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বহিষ্কৃতদের তালিকায় হামলায় সরাসরি জড়িত ছাত্রলীগের অনেকেরই নাম নেই বলে...

ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন জাতীয় ফুটবল দলের কোচ ক্যাবরেরা

ইতালির ক্লাব ওলবিয়া কালসিও থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। বয়স মাত্র ১৮ হলেও...

জাবির চারুকলা ভবনের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত, চালু হবে ২ বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদের নতুন ভবন নির্মাণের জন্য স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এই অনুষদে নতুন দুইটি বিভাগ চালুর সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৭...

সম্পর্কিত নিউজ

১২৮ জনের বহিষ্কারাদেশ আমাদের সাথে তামাশার সমতূল্য; সাদেক কাইয়ুম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের 'বর্বরোচিত' হামলার ঘটনায় ক্যাম্পাস প্রশাসনের মাত্র ১২৮...

কাদের শেল্টার দিচ্ছে ঢাবি প্রশাসন? প্রশ্ন রিফাত রশীদের

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার ঘটনায় ১২৮ জনকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।...

ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন জাতীয় ফুটবল দলের কোচ ক্যাবরেরা

ইতালির ক্লাব ওলবিয়া কালসিও থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে...